দেখুন ভিডিও- চলন্ত ট্রেনের সামনে থেকে ছোট্ট শিশুর জীবন বাঁচাল দুঃসাহসী এই যুবক, নেটিজেনরা বলছেন সাক্ষাৎ দেবদূত

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য, ছোট্ট খুদে মায়ের সাথে ট্রেন ধরার জন্য ভাগনানি স্টেশনে দাড়িয়ে ছিলো। মায়ের হাত ধরে প্ল্যাটফর্ম ধরে হেঁটে যাচ্ছিলো সে, হাঁটতে হাঁটতে হঠাৎ মায়ের হাত ছেড়ে দেয় শিশু, ছোটাছুটি করতে করতে মুহুর্তেই মধ্যেই প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পরে যায় শিশুটি, আর ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে রেল লাইন ধরে ঝড়ের গতিতে ছুটে আসে ট্রেন, শিশুর মা তখন আপ্রাণ চেষ্টা করছেন নিজের সন্তানকে রেল লাইন থেকে টেনে তোলার, তবে ট্রেনের গতি দেখে সন্তান হারানোর ভয়ে এক প্রকার হতবুদ্ধি হয়ে যান তিনি।
আর ঠিক সেই সময়ই এট্রি হলো হিরোর, ময়ূর শেলখের, সেন্ট্রাল রেলওয়ে মুম্বই ডিভিশনের Points man মিস্টার। ময়ূখ দূর থেকে বাচ্চাটিকে পরে যেতে দেখে এক মুহুর্ত নষ্ট না করে ঝড়ের গতিরে রেল লাইন ধরে ছুটে আসেন, কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যান শিশুর কাছে, এবং বাচ্চাটিকে সোজা প্ল্যাটফর্মে তুলে দেন। এবং নিজেও লাফিয়ে উঠে পড়েন প্ল্যাটফর্মে। আর ঠিক সেই সময়ই ট্রেন টি প্রবল গতিতে ক্রস করে যায় প্ল্যাটফর্ম। কয়েক সেকেন্ড দেরি হলেই ঘটে যেতো অনর্থ। প্রাণ যেত শিশুটির আর শিশুটিকে বাঁচাতে এসেছে প্রাণ হারাতে হতো ময়ূখেরও। বাচ্চাটিকে ফিরে পেয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেন বাচ্চাটির মা, প্ল্যাটফর্মের সকলে এসে জড়িয়ে ধরে ময়ূখ কে।
ময়ুখের সাহসিকতা জন্য এত বড় বিপদ এড়ানো গেছে, ময়ূখ ঠিক সময়ে একেবারে ভগবানের ন্যায় এসে নিজের জীবন বিপন্ন করে বাঁচায় শিশুটিকে। আর এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ময়ূখ এর সাহসিকতার দেখে তাজ্জব হয়ে গেছে নেটবাসীরা, গোটা দেশ ময়ূখ এর প্রশংসায় পঞ্চমুখ।
এর আগেও বহুবার যাত্রীদের দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে রেল কর্মীরা তবে ময়ূখ এর সাহসিকতা যেনো ছাপিয়ে গেছে সব কিছুকে। সাহসিকতার জন্য পুরস্কার প্রাপ্য তার। এই ভিডিওটি ইতিমধ্যে বহু মানুষ শেয়ার করেছে, শেয়ারের সাথে সাথে বাড়ছে ভিউ এর সংখ্যাও।