অফবিট

হঠাৎ করে বেলুনের মতো ফুলে উঠছে মহিলার পেট, রহস্য সন্ধানে ঘুম উড়ছে চিকিৎসকদের

Advertisement
Advertisement

চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি থেমে নেই চিকিৎসাবিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে বিজ্ঞান এতটাই অগ্রসর হয়েছে যে অনেক প্রাণনাশক রোগ থেকে আমরা রক্ষা পায়। কিন্তু এমন কিছু অদ্ভুত রহস্যময় বিরল রোগ পৃথিবীতে আছে যেগুলোর সঠিক ব্যাখা বিজ্ঞানীরাও দিতে পারেনা।

অনেকসময় শরীরের তুলনায় পেটের অংশ বেশি ফুলে থাকলে তা মেদ বা ভুড়ি ভাবেন। প্রথম দিকে নজর দেন না। এই ব্যক্তিটিরও প্রথমে পেট ফোলার সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু যতদিন যাচ্ছে ক্রমশ এই মহিলার পেট বেলুনের মত বেড়ে চলেছে। চীনে বসবাসকারী এই মহিলাটির নাম হুয়াঙ গাওয়িয়াঙ। বর্তমানের তার পেটের ওজন প্রায় 19 কেজি। যা তার ওজনের 36 শতাংশ।

সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে নিজের করুণ আবেদনের ভিডিও পোস্ট করেছেন। আর তা ভাইরাল হতেই চিকিৎসার জন্য বিপুল খরচের জোগান দিল নেটপাড়া। তার বক্তব্য থেকে জানা যাচ্ছে হঠাৎ করে তার পেট রহস্যময়ভাবে ফুলতে থাকে। সঙ্গে ছিল অসহ্য যন্ত্রণা। এরপর চিকিৎসকদের শরণাপন্ন হলে সেই ব্যাথা নিরাময় হয়, কিন্তু পেট ফোলা কমেনি বরং দিন দিন বেড়েছে। ডাক্তাররা জানিয়েছেন ওই মহিলার শরীরে লিভার সিরোসিস, জরায়ু ক্যান্সার সহ আরো জটিল রোগ বাসা বেঁধেছে। কিন্তু ঠিক কী কারণে তার পেট এভাবে ক্রমাগত বেলুনের মতো ফুলে চলেছে সেই রহস্য ডাক্তারদের কাছে অজানা।

ভিডিওতে অসুবিধার কথা তুলে ধরে বলেছেন এই পেটের জন্য তার পক্ষে সাধারন দৈনন্দিন কাজগুলো দুঃসাধ্য হয়ে উঠেছে। এবং চিকিৎসার জন্য নেট নাগরিকদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করেছেন। তিনি তার রোগ নির্ণয়ের জন্য 4320 ডলার অর্থসাহায্য চেয়েছিলেন, প্রচুর মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেও মোট কতটা আর্থিক সাহায্য পেয়েছেন তা জানা যায়নি।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles