Viral Video: মাংসের লোভে মানুষ ভর্তি গাড়িতে ঝাঁপিয়ে পড়ল বিশালাকার বাঘ, তারপর যা হল…

জাতীয় পশু বলে কথা তার হিংস্রতা কত ভয়ানক হতে পারে তা টিভির পর্দায় চোখ রাখলেই কিছুটা ঠাউর করা যায়। এই বাঘের পাল্লায় পড়লে কেউ বেচে ফিরতে পারে না। যারা জঙ্গল সফরে যান তাদের ওপর যদি কখনো আক্রমন চালাতে আসে বাঘ তাহলে সে দৃশ্য কতটা ভয়ানক হতে পারে তা হয়তো কল্পনাও করা যায়না। কিন্তু এবার ঠিক এরকম ঘটনায় ঘটেছে।
জলে কুমীর ডাঙায় বাঘ এরা নিজের রাজ্যে একাই একশো, একাই রাজা। বাঘের হাতে কেউ পড়লে তার প্রান সেদিনই শেষ। এমন হিংস্র বলিষ্ঠ প্রানীর অন্যপ্রানীদের শিকার করতে সিদ্ধহস্ত। সেখানে মানুষ যদি সামনে পড়ে যায় বাঘের তাহলে কি হতে পারে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কয়েকজন মিলে জঙ্গল সাফারিতে বেরিয়েছেন গাড়ি করে। ভাগ্যবশত বাঘের দেখাও পেয়ে যায় তারা। এরপর উৎসুক হয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে লাগেন কিছুজন।
আর হঠাৎ সেইসময় দেওয়ালের প্রাচীর টপকে ঝাপিয়ে পড়ে বাঘমামা। সকলে তো আতকে ওঠেন। ভয়ে চিৎকার করতে শুরু করেন। তবে সেই সময় শান্ত মাথায় কেউ কেউ বলেন চুপ করতে।
Idiotitis…
When human brain shuts down & mouth keeps talking.Appreciate the anger management of the tiger. But that can’t be guaranteed in future. pic.twitter.com/dSG3z37fa8
— Susanta Nanda IFS (@susantananda3) January 21, 2021
When will we understand that PLASTIC KILLS!!! pic.twitter.com/AeaFCugEvh
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) January 22, 2021
তবে বাঘটি ভালো বলে সে যাত্রায় রক্ষা পেয়ে গিয়েছেন সকলে। কিছু না করেই নিজের মতো প্রাচীর বরাবর নিজের গন্তব্যে চলে যায়। আর এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়েছে। জঙ্গল সাফারির সেই দুধর্ষ উত্তেজনা অনুভব করতে পেরেছেন সকলে।