সুন্দরী বউয়ের কষ্ট ঘোচাতে রয়েল এনফিল্ডে চাপিয়ে ছুটল নতুন বর! তুমুল ভাইরাল ভিডিও

শিশুকাল থেকেই মানব জীবনে ভালোবাসার অন্তর্চক্ষু সৃষ্টি হয়। মানুষ ভালোবাসা পেতে ভালোবাসে। বিয়ের মাধ্যমে মানুষ এমন একটা সঙ্গীকে চায় যে এই ভালোবাসার পূর্ণতা দেবে। একে অপরের সমস্ত ভালোলাগা, ইচ্ছে আপন করে নেবে।
এতদিন এই বিয়ের মরসুমে বিয়ের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। বিয়ের অনুষ্ঠানে নাচ গান বা জামাইবাবুর সাথে শালীদের মজার ঘটনা আমাদের হাস্যরস পরিবেশন করেছে তবে এবার বিয়ের পর বর কনের যে ভিডিও ভাইরাল হয়েছে যা হৃদয় স্পর্শ করেছে সবার।
বিয়ে মানে সাত জন্মের বন্ধন তাইতো ভালোবাসার পাশাপাশি সঙ্গীর ভালোমন্দের খেয়াল দ্বায়িত্ব যত্ন নিতে হয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাইকে করে বর বউকে নিয়ে শ্বশুর বাড়ি রওনা দিয়েছে আর একটি ফুলে সাজানো গাড়ি তাদের পিছনে চলেছে। পিছনের গাড়িটা তাদেরই কিনা তা যদিও বোঝা যাচ্ছে না। হতে পারে বউয়ের ইচ্ছে ছিল বাইকে করে শ্বশুরবাড়ি যাওয়ার তাই স্বামী সেই ইচ্ছার মর্যাদা দিয়েছে আবার এমনো হতে পারে যে গাড়িতে কোনো অসুবিধা থাকায় বাইককে সঙ্গী করেছেন। যাতে বউয়ের কোনোরকম কষ্ট না হয় তারজন্য বাইকে করেই পাড়ি দিয়েছেন তারা আর এই ঘটনায় মুগ্ধ করেছে সকলকে।
গনপতি ঘোষ নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে 8 হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করে ফেলেছেন। বউয়ের প্রতি এই ভালোবাসা হৃদয় স্পর্শ করেছে সকলের।