কি কান্ড! ছাদনাতলায় হাঁটু গেড়ে বসে নতুন বউকে প্রণাম করলেন বর, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি এক মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ের আসরে স্বামীকে প্রণাম করছেন স্ত্রী, আর তারপরেই স্বামী যা করলেন তা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। স্ত্রীর প্রণাম সারা হলে স্বামীও হাটু গেড়ে প্রণাম করলেন স্ত্রী কে। আর এই ভালবাসায় মোরা ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল ভিডিও।
বিয়ে মানেই হচ্ছে দুটি মনের মিলন, একে অপরকে সম্মান করে পাশাপাশি থাকার অঙ্গীকার। একে অপরকে সম্মান না করতে পারলে কোন সম্পর্করই বাঁধন বেশিদিন টেকে না আর তাই প্রতিটি সম্পর্কতেই প্রথমেই আসে সম্মান।
স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা এর পাশাপাশি বিশ্বাস এবং সম্মান যেন গাড়ির চাকার মতন কাজ করে, একটা চাকা যদি খুলে যায় তাহলে বাদবাকি চাকা দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়। আর এই ভিডিওতে আবারও উঠে এসেছে স্ত্রীকে সম্মান করার একটি ছবি, আর তাই নেট দুনিয়ার মানুষের মন কেড়ে নিয়েছে এই ভিডিওটি।
একসময় ঘরের বউকে দাসী হিসেবে মানা হতো, এমনকি রীতি আছে বিয়ে করতে যাওয়ার সময় পাত্রের মাকে পাত্র বলে যায় ‘তোমার জন্য দাসি নিয়ে আসতে যাচ্ছি’, তবে এখন মানুষের চিন্তাধারা এবং সমাজের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলেছে তা খুব টের পাচ্ছি আমরা, মানুষ এখন শুধুমাত্র স্ত্রী নয়, স্ত্রীর সাথে নিজের জীবন সঙ্গীর মধ্যে খুঁজে বেড়ায় একজন ভালো বন্ধু কে, যেখানে ছোট-বড় কোন রকমের ভেদাভেদ থাকে না। আর এই ভিডিওটিতে সেই ছবিটি আরো একবার ফুটে উঠেছে। সাত পাকে বাঁধা পড়ে সুখে থাকুক এই সমস্ত জুটিরা আমাদের তরফ থেকেও রইল এমনটাই শুভেচ্ছা।