অফবিট

একটা আস্ত নীল গাইয়ের বাচ্চাকে গিলে খেল বিশালাকার পাইথন, ক্যামেরাই ধরা পড়ল সেই বিরল চিত্র

Advertisement
Advertisement

অ এ অজগর আসছে তেড়ে আমটি আমি খাবো পেড়ে- ঠিক এই ছড়া থেকেই অজগরের সাথে আমাদের পরিচয়। তখন থেকেই আমরা এইটুকু বুঝেছিলাম এই প্রানীটি ভীষন ভয়ঙ্কর, এর কাছে গেলে কোনো মানুষ রক্ষা পাবেনা। ছোটবেলার রাক্ষস খোক্ষসের গল্পের মতোন এরা আস্ত মানুষ গিলে নেওয়ার ক্ষমতা রাখে। টিভির পর্দা হোক বা আনাকোন্ডার মতো সিনেমাই তার ভয়াল রূপের সাথে পরিচিত হয়েছি অনেকবার। কিন্তু বাস্তবে অজগরের এক ঘটনার সাক্ষী থাকলো সাধারন মানুষ।

অজগর সাপ যে সত্যি নিজের আকারের চেয়েও বড় জীব গিলে ফেলতে পারে সেই দৃশ্য ধরা পড়লো ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে আমরোহ জেলার আদমপুর থানা এলাকার এক গ্রামে। সেখানে কৃষকরা ক্ষেতে চাষ করতে চেয়ে অবাক হয়ে যান। কিন্তু কেন? আসলে সেখানে প্রায় 12 ফুটের একটি অজগর সাপকে পেট ফুলিয়ে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে খবর সাপটি একটি নীলগাই এর বাচ্চাকে গোটা গিলে ফেলেছিল যার ফলে এমন ভয়াবহ অবস্থা হয়েছে সাপটির।

কৃষক দেবদত্ত খড়্গবঙশী এর মেয়ে হিমাংশী ও লক্ষী আখের ক্ষেতে বাহ্যের কাজে জন্য গিয়েছিল। এই ঘটনাটি তখন তাদের প্রথম চোখে পড়ে। তারা প্রথম দেখতে পেয়েছিল যে একটি অজগর সাপ নীল গায়ের বাচ্চাকে শিকার হিসেবে ধরেছে। ভয় পেয়ে এক জ্ঞান হারালে অপরজন চিৎকার করে সকলকে ডাকে। তার চিৎকারে সবাই উপস্থিত হলে পুরো বিষয়টি গ্রামবাসীদের জানানো হয় । কিন্তু যতক্ষনে গ্রামের লোক সেখানে পৌঁছেছিল ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। নীলগাইয়ের বাচ্চাটিকে শিকার করে ফেলেছে সাপটি।

এরপর গ্রামবাসীরা বনবিভাগে খবর দেন। বন দফতরের দল সেখানে পাইথনটি ধরে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় পুলিশের উপস্থিতিতে অজগরের লেজ টানতে শুরু করে গ্রামবাসীরা। কিন্তু দেখা যায় অজগরটির দেহে প্রান নেই, সাপটি মারা গেছে। এরপর গঙ্গার ধারে জঙ্গলের কিনারায় একটি গর্ত খুঁড়ে সাপটিকে পুতে দেওয়া হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles