‘Super Cow’, বাড়ির ছাঁদ থেকে জাম্প দিয়ে দৌড় মারল বিশালাকার গরু, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়। সুদূর বিদেশে ঘটে যাওয়া ঘটনা কিংবা জঙ্গলের মধ্যে বাঘ হরিণের লড়াই আবার পথে প্রান্তে প্রতিনিয়ত ঘটে চলা কান্ড সবকিছুই ক্যামেরাবন্দী হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগে না।
তবে এবার যা হলো তা হয়তো কেউ কখনো দেখেনি। এতদিন জানা ছিল গল্পের গরু গাছে ওঠে কিন্তু বাস্তবে গাছে উঠতে না পেরে এক আস্ত গরু সটাং উঠে পরলো বাড়ির ছাদে। না ছিল মই না অন্যকিছু কিন্তু তারপরেও যে কি করে ছাদে উঠে পড়েছে তা এক তাজ্জব ব্যাপার। এমন হলে তো কিছুদিন পর গরুর গাছে ওঠার গল্পও সত্যি হতেই পারে!
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি গরু একটি বাড়ির ছাদের উপর উঠে পড়েছে, কিন্তু তারপরেও সে কোন মতেই নামতে পারছে না। উপস্থিত গ্রামাঞ্চলের মানুষরা তাকে বাশ দিয়ে মেরে নামানোর চেষ্টা করছেন কিন্তু তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে গরুটি বাড়ির ছাদ থেকে সোজা ঝাঁপ মেরে নিচে নেমে এসছে। কিন্তু জোরে ঝাঁপ দেওয়াই মুখ থুবড়ে পড়তে হয় তাকে। তবে আঘাত লাগলেও ততক্ষনাৎ উঠে দাড়ায় সে।
এই ভিডিও সামনে আসতেই হেসেই লুটোপুটি খেয়েছেন নেটিজেনরা। তবে বিষয়টি হাস্য পরিবেশ সৃষ্টি করলেও তা মোটেও হাসির বিষয় নয়। গরু এক অবলা জীব। তারা হয়তো ভাষায় কিছু প্রকাশ করতে পারেনা কিন্তু তারাও আঘাতে কষ্ট পায়। তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখা উচিত আমাদের।