বিয়ের আসরে দুই পক্ষের টানাটানি সপাটে আছাড় খেয়ে চিৎপটাং নতুন বউ, তুমুল ভাইরাল ভিডিও

বিয়ে হলো পারিবারিক বন্ধন। এর মাধ্যমে দুটি হৃদয়কে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়। প্রত্যেক ক্ষেত্রেই বিয়ের উদ্দেশ্য এক কিন্তু তাকে ঘিরে নানান জায়গায় নানান রীতিনীতি বিরাজ করে। দেশে বিদেশে সব জায়গায় নানান মজাদার লোকাচার বিয়ের উৎসবকে সমৃদ্ধ করে তোলে।
যদি বিদেশে কথা বলা হয় তাহলে জার্মানিতে বিয়ে নিয়ে এক অদ্ভুত উন্মাদনা দেখা যায়। সেখানে বিয়েতে নাচতে নাচতে আনন্দের সাথে থালা বাসন ছুড়ে দেওয়া হয়। আবার গ্রিকে ঐত্যিহ্যবায়ী রাউন্ড ডান্সের মাধ্যমে অথিতিদের অভ্যর্থনা জানানো হয়। আবার আমাদের দেশেও নানা অঞ্চলে বিয়ের রীতিতে বৈচিত্র্য দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় দৌলতে এই সব বৈচিত্র্যময় পরিবেশে সাক্ষীও থাকতে পারি সবাই। সেই নভেম্বর মাস থেকেই বিয়ের সিজন শুরু হয়েছে আর তারপর থেকেই বিয়ের নানানরকম ভিডিও ভাইরাল হয়েই চলেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই রকমই একটি বিয়ে বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হেসেই কুপোকাত হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বউ আর বর বসে আছে আর তাদের মাথার ওপর দিয়ে দড়ি টানাটানি চলছে সম্ভবত এটি কোনো রীতি পালন করা হচ্ছিল। কিন্তু দেখা যায় দড়ি টানাটানি করতে গিয়ে বর আর বউ শুদ্ধ টেনে নিয়ে চলে যান তারা। তবে সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই বর বর কে সামলে নেন।
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হাসি মজা শুরু হয়েছে। তবে ভিডিওতে দেখা যাচ্ছে বরবউ নিজেও উল্টে পড়ে গিয়ে হাসাহাসি করছে। এরকম একটা রীতি দেখে হেসেই কুপোকাত হয়েছেন নেটিজেনরা। মুহুর্তের মধ্যে ভিডিওটি সকলের মন মাতিয়ে দিয়েছে।