Viral Video: স্কুলের ক্লাসরুমে খুদে পড়ুয়ার সঙ্গে দুর্দান্ত নেচে তাক লাগালেন যুবতী শিক্ষিকা, ভাইরাল ভিডিও

এক দশক আগের কথা তখন ছাত্র শিক্ষকের সম্পর্কটা ছিল একেবারে অন্যরকম। শিক্ষকরা মোটা বেত নিয়ে প্রবেশ করত ক্লাসরুমে। যা দেখেই ভয়ে আত্মস্থ করা পাঠও ভুলো যেত পড়ুয়ারা। তাদের কাছে স্কুলপ্রাঙ্গণ হয়ে উঠতো ভীতির জায়গা। কিন্তু সময় বদলেছে শিক্ষকরা হয়ে উঠেছেন ছাত্রদের অভিভাবকসহ বন্ধুও।
একটা দিনের বেশিরভাগ সময় শিক্ষাপ্রাঙ্গনে কাটায় ছাত্ররা তাই লেখাপড়ার বাইরেও নানাভাবে উজ্জীবিত করা যেতে পারে পড়ুয়াদের। শিক্ষকরা চাইলেই যে ভয় ভীতি কাটিয়ে পড়ুয়াদের আনন্দময় সময় উপহার দিতে পারে সেই দৃশ্য ফের উঠে এলো সোশ্যাল মিডিয়ায়। দিল্লির গভর্মেন্ট স্কুলের শিক্ষিকা মানু গুলাটির সঙ্গে এক খুঁদে ছাত্রীর একটি বিশেষ মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে যা মুগ্ধ করেছে নেটিজেনদের।
অনেকসময় দেখা যায় ক্লাসরুমে থেকেও ক্লাসে মন নেই পড়ুয়ার, এসময় অনেক শিক্ষিকা শাস্তি দেন। কিন্তু মানু গুলাটি হেঁটেছেন অন্যপথে। ক্লাসরুমের গুরুগম্ভীর পরিবেশ হালকা করতে তিনি ক্লাসের মধ্যেই এক ছাত্রীর সঙ্গে গানের তালে অসাধারণ সুন্দর ভঙ্গিমায় নেচেছেন।
Students love to be teachers. They love role reversal.
"मैम आप भी करो। मैं सिखाऊंगी।"English lang teaching followed by some Haryanvi music- A glimpse of the fag end of our school day.☺️?#MyStudentsMyPride #DelhiGovtSchool pic.twitter.com/JY4v7glUnr
— Manu Gulati (@ManuGulati11) April 25, 2022
ভিডিওতে ছাত্রীর শেখানো স্টেপেই কোমর দুলিয়েছেন শিক্ষিকা। একমুহূর্তের জন্য বয়সের তফাৎ ঘুচে গিয়ে তিনি হয়ে উঠেছেন তারই বন্ধুসম। এই সময়কার দুষ্প্রাপ্য এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন “ছাত্র-ছাত্রীরাও কখনো শিক্ষক হতে চাই। তাদের সর্বদা বিপরীত ভূমিকা পছন্দ।” আসলে ছাত্রীটিই শিক্ষিকার ভূমিকায় এগিয়ে এসে বলেছিল “ম্যম আপনি করুন আমি শেখাচ্ছি।” ম্যামও সেইমুহুর্তে হয়ে উঠেছিলেন ছাত্রী। এই ঘটনা কার্যত এক আলাদায় ভালোলাগা তৈরী করেছে দর্শকমনে। শিক্ষিকা-ছাত্রীর এমন সম্পর্ক মন জয় করে নিয়েছে সকলের।