Advertisements

আদরে দেওরের বিয়েতে সুন্দরী বউদির ‘Surprise’ নাচ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

বর্তমানে ইন্টারনেটে জামানায় প্রায় সমস্ত ঘটনায় হয়ে যায় ভাইরাল, যার মধ্যে সবথেকে বেশি ভাইরাল ভিডিও তৈরি হয় বিয়ের আসরে, কারণ ভারতীয় বিয়ে বলতেই একগুচ্ছ আনন্দ, আর সেই কারণেই সেই আনন্দঘন মুহূর্ত হয়ে ওঠে মানুষের মন ভাল করার খোরাক।

বিয়ে বাড়িতে কত কি ঘটনাই না ঘটে, সম্প্রতি আমাদের সামনে এরকমই কিছু ভাইরাল ভিডিও আসছে যেগুলি দেখে রীতিমতো কপালে চোখ উঠে যাওয়া জোগাড়। কিছু কিছু ক্ষেত্রে তো নিজেরাই ভিডিও করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করছেন আর হয়ে যাচ্ছেন রাতারাতি ফেমাস, কারণ ভাইরাল ভিডিওর মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারেন পৃথিবীর যেকোনো কোনায়।

সম্প্রতি এমন একটি ভিডিও আমাদের সামনে এসেছে সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে দেওরের বিয়েতে উদাম নিত্য করছেন বৌদি, আর করবেন নাইবা কেন দেওর এবং বৌদির সম্পর্ক হয় খুনসুটি ভরা, সেই কারণে দেওরের সাথে হাসি ঠাট্টা চলতেই থাকে বৌদির। আর তেমনই এক মধুর সম্পর্ক উঠে এসেছে এই ভিডিওর মাধ্যমে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে বিয়ের রিসেপশনে দেওর এবং দেওরের বউকে সামনে দাঁড় করিয়ে কোনো একটি গানে উদাম নৃত্য করে চলছেন দাদার বউ, দেওর এবং জাও হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন বৌদিকে। বর্তমানে ভিডিওটি ভাইরাল হয়ে ঘুরছে নেট জগতে এবং নেট দুনিয়ার মানুষেরা বেশ পছন্দ করেছে ভিডিওটিকে।

Related Articles