Advertisements

মালিকের বাথরুমে ঢুকেছে বিশাল এক সাপ, দেখা মাত্রই যুদ্ধ বাঁধাল পোষ্য কুকুর, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

কোবরা ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি। এর বিষ এতটাই তীব্র যে তার এক কামড়ে প্রান হারাতে পারে যে কেউ। সাধারনত গভীর বনে এদের খোঁজ মিললেও কোনোসময় এরা ঘরেও ঢুকে যায়। আর কেউ যদি একটু অসতর্ক হয় তাহলেই প্রাননাশ অবস্যসম্ভাবী। এরকমই একটা ঘটনা ঘটেছে যেখানে কোনোভাবে একটি কেউকে একটি বাড়িতে ঢুকে পড়ে বাড়ির বাথরুমে ঘাপটি মেরে বসেছিল।

বাড়ির কেউ তা বুঝতে না পারলেও বাড়ির পোষা কুকুরের নজরে আসে এই সাপটি‌। এরপরেই শুরু হয় লড়াই। বাথরুমের কোমডের উপর সাপটিকে বসে থাকতে দেখেই সাপটিকে তাড়ানোর জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে ওই কুকুরটি। শুরু হয় লড়াই। কুকুরটির বয়স বেশি না হলেও সে রীতিমতো সাহসী। নিজের সর্বস্ব গলার জোর দিয়ে শব্দ করে চেঁচিয়ে সাপটিকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে।

কুকুরটি বাচ্চা হলে কি হবে অতো বড় কেউটে সাপ ও তার কাছে হার মেনেছে। সাপটি রীতিমত ভয় পেয়ে কোমডের ওপর থেকে নেমে এসেছে। আর এরপর থেকেই কুকুরটির সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছে। তার তৎপরতার জন্যই বাড়ির মালিকেরা প্রাণে রক্ষা পেয়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমত ভাইরাল হয়ে গেছে। বাথরুমের মধ্যে অতোবড়ো সাপ যে লুকিয়ে থাকতে পারে আর তা নজরে না আসলেই যে বিপদ অবশ্যম্ভাবী তা ভেবেই শিউরে উঠেছেন নেটিজেনরা।

Related Articles