অফবিটনিউজ

ভারতেই রয়েছে বাবা মহাদেবের আশ্চর্য এক মন্দির, যেখানে দিনে তিনবার রং বদলায় শিবলিঙ্গের

Advertisement
Advertisement

গোটা ভারত জুড়েই ভগবান শিব বা মহাদেব পূজিত হন ভক্তি সহকারে। গোটা দেশে তাঁর কয়েক হাজার মন্দির ছড়িয়ে আছে। কিন্তু এর মধ্যে একটি মন্দিরের কাহিনী বাকিগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। রাজস্থানের ধোলপুরে অবস্থিত অচলেশ্বর মন্দিরে অবস্থিত শিবলিঙ্গের রং দিনে তিনবার বদলায়। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কী, সেটি এখনও অজানা।

তবে এই শিবলিঙ্গটি দেখতে আর পাঁচটা শিবলিঙ্গের মতই। ভক্তদের নিয়মিত ভীড় জমে এই রহস্যময় শিবলিঙ্গটি দেখার জন্য। তবে দিনে তিনবার শিবলিঙ্গের রং কেন বদলায়, সেটির কারণ খোঁজ করার চেষ্টা করেছেন বিজ্ঞানীরাও।

প্রসঙ্গত সকালে শিবলিঙ্গের রং থাকে লাল। দুপুরে সেটি বদলে আবার গেরুয়া হয় এবং রাতে কালো রং ধারণ করে এটি। ভক্তদের বিশ্বাস, এই মন্দির দর্শন করার পর জীবনের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়। জীবনে আসে শান্তি।

স্থানীয় অধিবাসীদের বিশ্বাস, এই মন্দিরে শিবলিঙ্গের দর্শন করার পর মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া যায়। ভক্তদের মাঝে ধোলপুরের এই মন্দিরটি এবং শিবলিঙ্গ দর্শনের বিশ্বাস ও ভক্তি বছরের পর বছর ধরে অটুট। তাই বছরের প্রায় সবদিনই মানুষের ঢল নামে এখানে।

Related Articles