Advertisements

সৎ মায়ের জন্য মাদার কেয়ার কিট, সৎ ভাইয়ের জন্য উপহারের ডালি নিয়ে উপস্থিত সারা আলি খান, ভাইরাল ভিডিও

Advertisements

ফের মা হয়েছেন সইফ পত্নী করিনা। কিছুদিন আগেই কারিনার কোল আলো করে এসেছে তার দ্বিতীয় সন্তান। চতুর্থবার বাবা হলেন সইফ। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়িতে ফেরেন বেগম করিনা, আর তারপরই সৎ ভাইকে দেখতে হাজির হন সইফের প্রথম পক্ষের মেয়ে।

চলতি বছর বিটাউনে লেগেছে খুশির হাওয়া। একের পর এক সেলেবদের ঘরে আসছে নয়া অতিথি। অনুষ্কার পর ফের দ্বিতীয়বার মা হয়েছেন করিনা। মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন করিনা।

তবে, এটা সবার জানা করিনা সইফের দ্বিতীয় পক্ষের স্ত্রী। তৈমূর ও তার ভাই সইফের দ্বিতীয় পক্ষের সন্তান। সইফের প্রথম পক্ষের মেয়ে সারা আলি খান। সৎ মা হলেও করিনার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক সারার। তাইতো নবজাত ভাইকে দেখতে ছুটে আসেন অভিনেত্রী।

খালি হাতে কিন্ত নয় সৎ ভাইকে দেখতে ব্যাগ ভর্তি জিনিষ নিয়ে যান সারা। ভাইয়েরপাশাপাশি সৎ মায়ের জন্যও মাদার কেয়ার কিট নিয়ে যান অভিনেত্রী। গাড়ি থেকে নেমে হাজির হন করিনা কাপুরের নতুন বাড়িতে। তিনটি ব্যাগে বোঝাই উপহার। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

Related Articles