মাত্র ৭৫ টাকার বিনিময়ে নাচতেন হোটেলে, সেখান থেকে আজ বলিউডের ‘ভাইজান’ কিভাবে হলেন সালমান?

অভিনয়ের আগে হোটেলে নাচ করে উপার্জন করতেন সলমন, কত টাকা পেতেন তিনি? বলি (Bolly) ইন্ডাস্ট্রির ভাইজান তিনি। ৯০ দশক থেকে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছে এই অভিনেতা। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা সলমন খান (Salman Khan)-এর কথাই বলা হচ্ছে। বর্তমানে যিনি কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে বেশ রাজত্ব রয়েছে এই অভিনেতার।
বড় পর্দায় তাঁর ছবি মুক্তি পাওয়া মানে তা হিট হবেই। প্রথম থেকে বর্তমান পর্যন্ত দর্শকদের একাধিক ছবি উপহার দিয়েছেন ভাইজান। তবে এই অভিনয় জগতে আসার আগে একটা সময় খুবই খারাপ অবস্থা ছিল সলমন খান (Salman Khan)-এর। যা তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। জানা গিয়েছে, বলিউড (Bollywood) ভাইজান সলমন খান (Salman Khan) অভিনয় জগতে আসার আগে তিনি প্রথম উপার্জন করেন তাজ হোটেলে নাচ করে। তিনি যে বেতন পেয়েছিলেন তা বর্তমানে তার কাছে কিছুই নয়।
কিন্তু সেই সময় সেই বেতন সলমন খানের কাছে অনেক মূল্য ছিল। কত বেতন পেয়েছিলেন তাজ হোটেলে নাচ করে? অভিনেতা সলমন খান এক সাক্ষাৎকারে জানান, গ্ল্যামার জগতে আসার আগে থেকেই তিনি নাচ-গান করতে পছন্দ করতেন। তবে তাঁর এক বন্ধু তাজ হোটেলে নাচ করে উপার্জন করতেন। তিনি মাসে ৭৫ টাকা পেতেন। আর সেই বন্ধুই ওই তাজ হোটেলে সলমন খানকে নাচের সুযোগ করে দেয়। আর সেখানে সলমন খান নাচ করে প্রতি মাসে বেতন পেতেন তার বন্ধুর মতো ৭৫ টাকা করে।
View this post on Instagram
তবে এই তাজ হোটেলে নাচের পর তিনি ক্যাম্পা কোলার একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। যার জন্য তিনি পেয়েছিলেন ৭৫০ টাকা বেতন। এরপরে ১৯৮৯ সালে ‘বিবি হো তো এইসি’ (Biwi Ho To Aisi) সিনেমার মাধ্যমে গ্ল্যামার জগতে অভিষেক হয় সলমন (Salman)-এর। বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন। আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jan) ছবি। বর্তমানে সেই ছবির প্রচার নিয়েই বেজায় ব্যস্ত ভাইজান সলমন (Salman)।