তোকে তোকে ভালোবাসবো ও সজনী, প্রেমদিবস উপলক্ষে মৌ সুন্দরীর দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিও

এখন ভালোবাসার মরসুম, আর একদিন পরেই ভ্যালেনটাইনস ডে, ভালোবাসা ইজহার করার দিন। এমন মরসুমে যদি গানের সাথেই ভালোবাসা প্রকাশ করা হয়! এবার ভালোবাসার গান “তোকে তোকে ভালোবাসবো ও সজনী”এর সাথে নিজের নাচের প্রতি ভালোবাসা প্রকাশ করল এক যুবতী।বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন রিল ভিডিওতে এই গান দেখা যাচ্ছে। ভালোবাসা প্রকাশের এমন সুন্দর গান মন কেড়ে নিয়েছে শ্রোতাদের।
এবার এই গানের তালে অসাধারণ সুন্দর নাচও মন জয় করল সকলের। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তাদের কাছে “ডান্স স্টার মৌ” এই নামটি বেশ জনপ্রিয়। নিজের অসাধারণ সুন্দর নাচের প্রতিভা দিয়ে তিনি পৌঁছে গেছেন মানুষের মনে। বর্তমানে তার নাচ দেখার জন্য অপেক্ষা করে থাকেন বহু অনুরাগীরা। সম্প্রতি ভালোবাসার মরশুমে ভালোবাসার গানের তালে অসাধারণ নাচ উপহার দিলেন তিনি।
মাত্র তিন দিন আগে নিজস্ব youtube চ্যানেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন মৌ যেখানে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেতের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহে অসাধারণ ভঙ্গিমায় নাচ করছেন তিনি। পরনে তার রঙিন শাড়ি ব্লাউজ। সাথেই খোঁপাতে বাধা ফুল আর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।
সুন্দর সাজে যেমন তিনি আকর্ষণীয়া হয়ে উঠেছেন তেমনি তার সুন্দর নৃত্য হয়ে উঠেছে মনোমুগ্ধকর। ইতিমধ্যে ভিডিওটি প্রায় সাড়ে ছয় হাজার মানুষ দেখে ফেলেছেন কমেন্ট করেছেন বহুজন। কেউ লিখেছেন তার নাচ দেখে তিনি মোহিত হয়ে পড়েছেন কেউ আবার লিখেছেন তাকে দেখে মনে হচ্ছে যেন কোন অপ্সরা নাচ করছে। সব মিলিয়ে ভাইরাল এ ভিডিও।