ভিডিও- দুরন্ত গতির চলন্ত ট্রেন থেকে বৃদ্ধকে বাঁচাল রেলওয়ে পুলিস, গর্বিত রেলমন্ত্রী পীযূষ গোয়েল

রেল পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার থেকে বাঁচল বৃদ্ধ। আর সেই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। প্রায় ৬৫০০ লাইক আর ৯০০ রিটুইট হয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওটিতে একটি চলন্ত ট্রেনের জানলা ধরে ঝুলতে দেখা গেছে এক বৃদ্ধ যাত্রীকে, কোনো মতে তিনি ট্রেনের জানলা টিকে আকড়ে ধরে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন, চলন্ত ট্রেনের চাকায় যাতে আটকে না করেন সেই চেষ্টাও করছিলেন বৃদ্ধ।
এরই মধ্যে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয় বৃদ্ধের, আর তখনই এক রেল পুলিস স্টেশনের দিকে যাওয়ার সময় বিষয়টি খেয়াল করেন, সঙ্গে সঙ্গে ছুটে আসেন তিনি। কোনো ক্রমে বৃদ্ধের জমা টেনে তাঁকে প্ল্যাটফর্মে নামিয়ে প্রাণে বাঁচান তাকে। ঘটনাটি রাজস্থানের (Rajasthan) সওয়াই মাধোপুর রেলস্টেশনে (Sawai Madhopur Station) ঘটেছে।
राजस्थान के सवाई माधोपुर स्टेशन पर एक बुजुर्ग यात्री को ड्यूटी पर तैनात सुरक्षा कर्मी द्वारा त्वरित कार्रवाई करते हुए ट्रेन की चपेट में आने से बचाया गया।
अपने सुरक्षाकर्मियों पर हमें गर्व है, जो पूरे सेवाभाव के साथ अपने दायित्व का निर्वहन कर रहे हैं। pic.twitter.com/qghECbmTZo
— Piyush Goyal (@PiyushGoyal) April 2, 2021
গত বছরে ভারতীয় রেলওয়ের কাছে মেট্রোর মত automatic দরজার প্রস্তাব আসে, যাতে এই ধরনের বিপদ এড়ানো যায়। মুম্বই রেলওয়ে এই প্রস্তাব এগিয়ে আসলেও, অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এই প্রস্তাবটি স্থগিত রাখা হয়।