তুঝমে রব দিখতা হ্যায়, স্কুলের মাঠে শিক্ষিকার সামনে হাঁটু মুড়ে শ্রদ্ধাঞ্জলি ছাত্রীদের, প্রশংসায় ভরাল নেট নাগরিকরা

Advertisement

“ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে”- গতকাল ছিল ভালোবাসার দিন এখনো চারিদিকে প্রেমের সুবাস। কিন্তু এই ভালোবাসা দিবস কি কেবল প্রেমিক প্রেমিকাদের জন‍্য! না ভালোবাসা বিভিন্ন ধরনের হতে পারে যে কোনো সম্পর্কেই রয়েছে ভালোবাসা। তা বন্ধুত্বের হোক বা গুরুজনের প্রতি। আর এবার এই ভালোবাসার দিনে ভালোবাসার নতুন সংজ্ঞা প্রতিষ্ঠা করেছে এ প্রজন্মের একদল কিশোরীরা।

Advertisements

কথায় বলে শিক্ষক-শিক্ষিকারা এই সমাজের ধারক-বাহক। তাদের দেওয়া শিক্ষা অবলম্বন করেই একজন মানুষ পরবর্তীকালে তার জীবনের পথে পা বাড়ায়। জীবনের সাফল্যের পিছনে মা বাবার পাশাপাশি তাদেরও গুরুত্ব অপরিসীম। তবে শিক্ষক মানেই কেবল সম্মানীয় ব্যক্তি তা কিন্তু নয় একজন শিক্ষক একজন বন্ধুও। চোখ রাঙানির পাশাপাশি রয়েছে স্নেহের ভালোবাসা প্রশ্রয়।

Advertisements

আর শিক্ষিকার প্রতি ছাত্রীদের এমন ভালোবাসার উদাহরণ ফুটে উঠল সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বসিরহাটের একটি স্কুলের ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে দুই ছাত্রী মিলে এক ম‍্যাডামকে চোখ ঢেকে মাঠে নিয়ে এসেছে। আর তারপরেই চোখ খুলতে দেখা যায় তাকে গোল করে ঘিরে ছাত্রীর হাঁটু মুড়ে বসে রয়েছে গোলাপ নিয়ে। সঙ্গে শিক্ষিকার উদ্দ‍্যেশ‍্যে গান গেয়েছে তুঝ মে রব দিখতা হে।

জানা গেছে বসিরহাটের কাটিয়াহাটের বিকেএপি গার্লস হাই স্কুলের ঘটনা এটি। ওই স্কুলের ছাত্রীরা তাদের প্রিয় ইতিহাসের শিক্ষিকা শম্পা ম্যাডামকে এভাবেই নিজেদের ভালোবাসা প্রকাশ করেছে।

ভিডিওতে গানটি গাইবার সময় স্টুডেন্ট ও তাদের ভালোবাসার শিক্ষিকাকে অঝোরে কাঁদতে দেখা গেছে। গান শেষ হতেই সবাই একসাথে জড়িয়ে ধরেছে তাদের প্রিয় শিক্ষিকাকে। যেভাবে ওই শিক্ষিকাকে ভালোবেসে ছাত্রীরা এমন আয়োজন করেছিল তা দেখেই মুগ্ধ হয়ে গেছে নেটপাড়া। ভালোবাসার দিনশেষে এমন ভিডিও মন ভালো করে দিয়েছে সবার।

Related Articles