মনোরম পরিবেশে মনমাতানো নাচে তাক লাগালেন এই সুন্দরী কন্যা, প্রশংসায় নেটজনতা

উন্মুক্ত প্রকৃতির মাঝে ‘Phero Na Najariya’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও। ‘Qala’ ছবির গানে দুর্দান্ত ডান্স করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক সুন্দরী যুবতী। নাম বিদিপ্তা শর্মা (Bidipta Sharma)। লাল চুড়িদারে সবুজ প্রকৃতির মাঝে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটালেন এই সুন্দরী। মন জয় করে নিলেন নেটজনতার।বর্তমান সময়ে বিনোদন জগতের এক জনপ্রিয় মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া (Social Media)।
যে মাধ্যমকে বর্তমানে অনেকেই উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছেন। এর পাশাপাশি এই মাধ্যমকে ব্যবহার করে অনেকেই নিজেকে সুপ্ত প্রতিভাকে মেলে ধরছেন। সেরকমই এক যুবতী হলেন বিদিপ্তা শর্মা। তিনি মাঝেমধ্যেই তার অসাধারণ নৃত্যশৈলী প্রদর্শন করেন নেটদুনিয়া মাধ্যমে। যা দেখে মুগ্ধ হয় নেটজনতা। সম্প্রতি ওই যুবতী তার youtube চ্যানেল থেকে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন।
যে ভিডিওতে ‘Qala’ সিনেমার গান ‘Phero Na Najariya’-তে নাচতে দেখা গেছে ওই সুন্দরী যুবতীকে। সম্ভবত কোনো এক পার্কের মধ্যে নাচতে দেখা গেছে ওই যুবতীকে। যার চারিদিকে রয়েছে সবুজ প্রকৃতি। ভিডিওটিতে বিদিপ্তাকে সেমি ক্লাসিক নাচের তালে অসাধারণ এক্সপ্রেশন দিয়ে নাচতে দেখা গিয়েছে।সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় হাজার হাজার দর্শকের কাছে। ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় ১৯ হাজার দর্শক। কমেন্টের বন্যা বয়ে গেছে ভিডিওর কমেন্ট সেকশনে।
গর্জিয়াস, সুন্দরী, দারুন প্রভৃতি মন্তব্য উঠে এসেছে এই অসাধারণ নৃত্যশৈলীর কমেন্ট বক্সে।ভিডিওটিতে বিদিপ্তার পরনে দেখা গিয়েছে একটি লাল রঙের পোশাক। সাথে ম্যাচিং করে নখে পড়েছে লাল রঙের নেলপলিশ। সাথে চুল রয়েছে বিনুনি সহ খোপা। খোঁপায়ে গোঁজা রয়েছে লাল ফুল। সাথে গলায় পড়েছে কালো রঙের হার ও হাতের আঙুলে পড়েছেন আংটি। মানানসই সাজে ধরা দিয়েছেন বিদিপ্তা। বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও।