সাবধান! এবার থেকে ফোনে কথা বললে বা গান শুনলেই হতে পারে মোটা টাকার জরিমানা

বর্তমান জীবনযাপনে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো মোবাইল ফোন। আজকাল গোটা পৃথিবী এই মোবাইল ফোনে বন্দী। আর সেই কারণে উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এই স্মার্টফোনের জনপ্রিয়তা। প্রতিদিন বাজারে আসছে নিত্যনতুন মোবাইল ফোন। তার রয়েছে একাধিক মডেল ও একাধিক সুবিধা। তাই বর্তমানে গেটা বিশ্ব মোবাইল ফোনে বন্দী।
আাস, ট্রেন, মেট্রো থেকে সমস্ত জায়গায় মানুষকে মোবাইল ফোনে ডুবে থাকতে দেখা যায়। কিন্তু এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেকেই অপরজনের অসুবিধার সৃষ্টি করেন। অনেকেই স্থান, কাল, পাত্র না দেখে মোবাইলে জোরে জোরে কথা বলেন। এছাড়া জোরে শব্দ করে গান শোনেন। এই অতিরিক্ত শব্দের ফলে আশেপাশের সকলের অসুবিধা হয়। আর এই কারণে মোবাইল ব্যবহার নিয়ে নতুন আইন চালু হয়েছে।
এবার থেকে যে যারা বাসে যাতায়াত করার সময় হেডফোন ছাড়স জোরে আওয়াজ দিয়ে ভিডিও দেখবেন বা উচ্চস্বরে কথা বলবেন তাদের ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া হতে পারে ৩ মাসের জেল। তবে এই ব্যবস্থা আপাতত মুম্বাইয়ে চালু হয়েছে। বর্তমানে বানিজ্য নগরী মুম্বাইতে নিয়মের বাইরে মোবাইল ব্যবহার করলে শাস্তি পেতে হবে।
বেস্ট (BEST) অর্থাৎ বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃক মুম্বাইয়ের বুকে জারি হয়েছে। মুম্বাই ও তার আশেপাশের শহরে এই নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়ম ভাঙলে জেল পর্যন্ত হতে পারে। তবে আগামী দিনে এই নিয়ম যে আর অন্য কোনো জায়গায় চালু হবে নস তা নিশ্চিত নয়। গত ২৫শে এপ্রিল চারিদিকে বিজ্ঞাপন ছড়িয়ে দিতে লাগানো হচ্ছে পোস্টার।
এই পদক্ষেপ শুরু হওয়ার কারণ কী? আসলে এর পিছনে মূল কারণ হল শব্দ দূষণ রোখা। বাসে চলাচল করা যাত্রীদের শব্দ দূষণের হাত থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত। নতুন সার্কুলার অনুযায়ী, শব্দের ডেসিবল মাত্রা কম রাখতে হবে।