আর সামলাতে পারলেন না! শুভদৃষ্টির সময় হবু বরের সঙ্গে অন্তরঙ্গ কনে, তুমুল ভাইরাল ভিডিও

ভালোবাসা সহজ নয় বছরের বছর পর একে অপরের ভুল ত্রুটি, ভালো খারাপ নিয়ে পথ চলা এক সঙ্গে একে অপরের পাশে থাকা সহজ নয়। যেকোনো সম্পর্কে ভালো খারাপ সময় আসে, ভুল বোঝাবুঝি আসে কিন্তু তারপরেও যারা একে অপরের পাশে থাকে বিশ্বাস করে তাদের সম্পর্ক পরিনতি পায়।
আর অনেক বছর সম্পর্কের পর যখন দুই বাড়িকে মানিয়ে বর কনে বিয়ের পিড়িতে ওঠে তখন যেন তাদের স্বপ্নপূরন হয়। কাছের মানুষকে জিতে নেওয়ার স্বপ্নপূরনের থেকে বড়ো কিছু বোধহয় আর হতে পারে না।
এরকম এক পরিনতি পাওয়া প্রেমের ঘটনা সামনে এলো যা মন ছুয়ে যাবে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে, দীর্ঘপথ বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছে দুটি মন। আর মালাবদল করার সময় সেই আবেগ ধরে রাখতে পারলেন না কনে। বর বউ এর মালা বদল এর সময় আবেগমন্ডিত হয়ে বউ স্বামীকে ধরে কেঁদে ফেললেন আনন্দে।
30 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মালাবদলের জন্য বর কনেকে পিড়ি ধরে উপরে উঠিয়েছেন অনেকে মিলে। আর সেই মুহূর্তেই কনে বরকে জড়িয়ে ধরে কেদে ফেললেন। এই কান্না আসলে মানুষকে নিজের করে পাওয়ার।
এমন সুন্দর প্রেমের ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ শেয়ার করেছেন ভিডিওটি। যেভাবে চারিদিকে সম্পর্ক বিচ্ছেদের খবর শোনা যায় তার মাঝে এরকম ভালোবাসার জয় দেখলে মন ভালো হয়ে যায়।