Advertisements

হাজারো ভক্তের মাঝে দাঁড়িয়ে অসাধারন সুরে ভজন গাইছে নেহা কক্কর, ফের ভাইরাল পুরনো ভিডিও

Advertisements

বর্তমানে নেহা বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে অন্যতম একজন। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে নেহাকে করতে হয়েছিল অনেকখানি সংগ্রাম। জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী হয়ে আসেন নেহা। খুব বেশি দূর পর্যন্ত শোতে এগোতে না পারলেও, ২০১২ সালে ককটেল মুভির ‘সেকেন্ড হ্যান্ড জাবানি’ গানটি গেয়ে জনপ্রিয় হয়ে ওঠেন নেহা। একসময় মা বাবা সাথে নেহা ও তার দুই ভাই বোন সোনু এবং টোনি মাতা রাণীর জাগরণী গান গেয়ে বেড়াতেন, সম্প্রতি নেট মাধ্যমে সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিন ভাইবোন মাতা রানির জাগরানে গান গাইছেন।

ভিডিওটিতে সবথেকে বেশি নজর কেড়েছে টোনি। ভিডিওটিতে একেবারে চেনাই যাচ্ছে না তো টোনিকে, ইতিমধ্যে টোনিকে নিয়ে তৈরি হয়ে গিয়েছে বিভিন্ন মিম। ‘এসা বর দে কঙ্গনে বালি’ গানে গাইতে দেখা গেছে তাঁদের। ভিডিওটিতে নেহা এবং সোনু দাড়িয়ে রয়েছে প্রথমে এবং তাদের পেছনে দাড়িয়ে টোনি কোরাস গাইছেন। এই ভিডিওটি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগেও ভিডিওটি নেট মাধ্যমে ঘুরলেও এইবার বিশেষ করে নজর কেড়েছে নেটিজেনদের।

এখন অবশ্য এই তিন ভাইবোনই সফলতার চূড়ায়। নেহা এরপর একের পর এক ‘কালা চশমা’, ‘সাকি সাকি’, ‘দিলবার’-এর মতো গান গেয়ে প্লেব্যাক সিঙ্গার জগতে পাকাপাকি জায়গা দখল করে নেন নেহা। বর্তমানে নেহা রিমিক্স সিঙ্গিং জগতে অন্যতম মহিলা গায়িকা। উল্লেখ্য এক সময় যেই রিয়েলিটি শোতে পার্টিসিপেট হয়ে এসেছিলেন আজ সেই রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসে রয়েছেন নেহা।

অন্যদিকে টোনিও একের পর এক মিউজিক ভিডিও তৈরি করে বেশ নাম করেছেন গানের দুনিয়ায়। তার মিউজিক ভিডিও গুলি বেশ জনপ্রিয় ইউটিউবে। এক সময় মাতা রানির জাগরণে গান গাওয়া এই ভাইবোনই আজ রাজ করছে গানের দুনিয়ায়। কথায় আছে জীবনে পরিশ্রম করলে একদিন ঠিক তার ফল পাওয়া যায়। আর এই তিন ভাইবোন যেন তারই উপমা।

Related Articles