অফবিটনিউজ

মঙ্গল গ্রহে পাওয়া গেলো আস্ত ফুল! দেখে চক্ষু চড়কগাছ বিজ্ঞানীদের

মহাকাশ সকলের কাছে একটি গভীর রহস্য। আর সেই রহস্যভেদ করতেই বিজ্ঞানীরা সর্বক্ষণ লেগে রয়েছেন মহাকাশ গবেষণায়। বিজ্ঞানীরা মাঝেমধ্যে মহাকাশের নানা ঘটনা তুলে ধরেন। এছাড়াও মঙ্গল গ্রহের নানা নতুন নতুন বিষয় সামনে আনছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মঙ্গল গ্রহে পাওয়া গেল এমন এক পাথরের সন্ধান যা দেখতে অনেকটা ফুলের মত। আর এই পাথরের ছবি শেয়ারও করেছেন বিজ্ঞানীরা। আজকের প্রতিবেদনে জানবো মঙ্গল গ্রহে খোঁজ পাওয়া এই পাথর সম্বন্ধে।

মঙ্গল গ্রহে নানা বিষয় মাঝে মধ্যেই আমাদের সামনে আসছে এবং এর আগেও বহু পাথরের খোঁজ পাওয়া গেছে। তবে বর্তমানে যে পাথরটির খোঁজ পাওয়া গেছে সেটি দেখতে অনেকটা ফুলের মত হলেও এটি আদতে ফুল নয়, একটি পাথর যার মাঝে রয়েছে ছোট ছোট গর্ত ও ক্রিস্টালের মতো বস্তু। পাথরটির ওপর আলো পড়লে তা চকচক করে। এই পাথরটি আবিষ্কার করেছেন নাসার বিজ্ঞানী পারসিভারেন্স রোভার। তিনি প্রথমে পাথরটিকে ফুল ভেবেছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন সেটি ফুল নয় পাথর।

নাসার পক্ষ থেকে এই ফুল আকৃতির পাথরের নাম রাখা হয়েছে “ব্ল্যাকথর্ণ সল্ট”। এই পাথরটির ছবি তুলতে ব্যবহার করা হয়েছে ক্লোজআপ ছবি তুলতে সক্ষম একটি শক্তিশালী ক্যামেরা যার নাম “মার্স হ্যান্ড লেন্স ইমেজার”। এই ক্যামেরাতে দেখা গেছে যে এই পাথরটির মধ্যে রয়েছে বিভিন্ন খনিজ পদার্থ। বিভিন্ন খনিজ পদার্থের সংমিশ্রণে তৈরি হয়েছে এটি যা বৈজ্ঞানিক ভাষায় “ডায়াজেনেটিক সিস্টাল ক্লাস্টার” নামে পরিচিত।

“এই ধরনের পাথরের আকার কে বলা হয় সালফেট” এমনটাই টুইটের মাধ্যমে জানিয়েছেন কিউরিওসিটি মিশনের ডেপুটি সায়েন্টিস্ট “অ্যাবিগেল প্রেমান”। তিনি আরো বলেন এই ধরনের পাথর বিশেষত লাল গ্রহে দেখতে পাওয়া যায়। শুধু যে মঙ্গল গ্রহে পাওয়া যায় এমনটা নয়, এর আগেও কিউরিওসিটি রোভার এই ধরনের পাথর লাল গ্রহে দেখতে পেয়েছিলেন। তবে নাসার পক্ষ থেকে এই পাথরের ছবি শেয়ার করার পর সকলের দৃষ্টি কেড়েছে এই অপরূপ সুন্দর পাথরটি।