দেখুন ভিডিও- জামাইয়ের জন্য ১২৫ রকমের পদ রান্না করলেন শাশুড়ি মা, মহিলার জামাই আদরে হতবাক সাইবারবাসীরা

জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি- হ্যা জামাই মানেই শ্বশুরবাড়িতে জামাই আদর আর এলাহি আয়োজন। জামাই ষষ্ঠী মানেই গরমের রোদের চোখরাঙানিকে ডোন্ট কেয়ার করে কব্জি ডুবিয়ে খাওয়া।
আসলে আধুনিকতার পাশাপাশি কিছু প্রথা পার্বন আজো বাঙালির ঘরে থেকে গেছে। তাইতো নানান পদ রান্না করে জামাইকে খেতে দেওয়ার রেওয়াজ আগে যেমন ছিল আজো তা দেখা যায়। যার যেমন সার্মথ্য সেই অনুযায়ী যথাসাধ্য চেষ্টা চলে জামাইকে ভূরিভোজ করানোর।
তবে জামাই আদরের যে চিত্র এবার ধরা পড়লো তাতেতো চক্ষু চড়কগাছ হবেই। সম্প্রতি এক শাশুড়ি মায়ের জামাই আদর দেখে হতবাক হয়ে গেছে নেট নাগরিকরা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জামাইয়ের সামনে 125 রকমের পদ রেঁধে খেতে দিয়েছেন শাশুড়ি মা। জামাই বাবাজি আদর আপ্যায়ন করা হয়েছে 125 রকম পদ পরিবেশনের মাধ্যমে।
సంక్రాంతి అల్లుడికి 125 రకాల వంటకాలు..#SankranthiAlludu #Sankranthi pic.twitter.com/1QHnFEsqlG
— MG KISHORE (@messangerMG) January 17, 2021
এই খাবার একার পক্ষে তা নয় গোটা দশজনের পক্ষেও শেষ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ফল মিষ্টি মাছ-মাংস তরকারি ভাজাভুজি কোন খাবারে বাদ যায়নি তাতে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। আর তারপর অনেক জামাই এর আক্ষেপের সুর শোনা গেছে কমেন্ট বক্সে। তারাও যে এমন সুযোগ কবে পাবেন এই আশাতেই বসে রয়েছেন।