বাড়ির ছাদে মায়ের সঙ্গে কোমর দুলিয়ে দুর্দান্ত নাচ খুদে কন্যার, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলা গানে খোলা পরিবেশে মিষ্টি নাচ মা-মেয়ের, ভাইরাল ভিডিও। সাম্প্রতিক সময়ে বাচ্চা থেকে বুড়ো সকলেই সোশ্যাল মিডিয়া (Social Media) ট্রেন্ডে গা ভাসাতে ভালোবাসে। শর্ট ভিডিও, রিল বানিয়ে নেটদুনিয়ায় অবসর সময় কাটান অনেকেই। যা নেটিজেনদের বেশ আকর্ষণ করে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সাম্প্রতিক সেরকমই এক ভিডিও ভাইরাল (Viral) হয়েছে নেটদুনিয়ায়। যেখানে মা-মেয়েকে দুর্দান্ত নাচ প্রদর্শন করতে দেখা গিয়েছে।
বর্তমান জগতে সোশ্যাল মিডিয়াকে অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন জনসাধারণ। কেউ এই মাধ্যমকে ব্যবহার করে অর্থ উপার্জন করছেন তো কেউ নিজেদের ভিতরকার সুপ্ত প্রতিভাকে এই মাধ্যমে সকলের কাছে প্রকাশ করছে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া এই মা-মেয়ের নাচ মুগ্ধ করেছে সকলকে। মা-মেয়ের সম্পর্ক বেশ মধুর। তবে সেই সম্পর্ক আরো মিষ্টি হয় যদি মা-মেয়ে যুগলে কোনো কিছু করে।
সেরকমই খুদে শিশু এবং তার মাকে বাড়ির ছাদে অসাধারণ নাচ প্রদর্শন করতে দেখে আপ্লুত সকলে। ভিডিওটিতে দেখা যায় বাড়ির ছাদে মা ও মেয়ে একসাথে নাচ করছে। মায়ের পরনেও রয়েছে শাড়ি অন্যদিকে মেয়েকেও পড়িয়েছেন শাড়ি। ‘ধিতাং ধিতাং বোলে’ গানে দুর্দান্ত স্টেপে নাচ করছে মা ও মেয়ে। মায়ের দেখে দেখে মেয়েও এই গানে বেশ দারুন নেচেছে, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
ভিডিওটিতে মায়ের পরনে দেখা গিয়েছে লাল রঙা শাড়ি। অন্যদিকে মেয়েকেও পড়িয়েছেন হলুদ পাড় লাল শাড়ি। ইতিমধ্যে ভিডিওটি পৌঁছে গিয়েছে হাজার হাজার মানুষের কাছে। প্রশংসিত হয়েছেন মা ও মেয়ে। এই মিষ্টি মুহূর্ত যদি না দেখে থাকেন তাহলে চট করে দেখে নিন। আপ্লুত হবেন আপনিও।