Advertisements

মা মুরগির সঙ্গে তুমুল লড়াই খুদে বানরের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

আমাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা জঙ্গল সফর করতে ভালোবাসেন। জঙ্গলে বাঘ সিংহ তাদের জীবনযাত্রা লড়াই প্রত্যক্ষ করতে ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের ঘটনা গুলি মুহূর্তের মধ্যেই আমাদের মুঠোফোনের হাজির হয়ে যায়।

তবে শুধু বড় বড় জঙ্গল নয় মাঝেমধ্যে আমাদের চারপাশে পশুপাখিদের নানান কীর্তি ধরা পড়ে। একটু লক্ষ্য করলেই চারপাশে পশুদের মধ্যে ঝগড়া কখনো আবার বন্ধুত্ব সবটাই দেখতে পাওয়া যায়। আর সম্প্রতি এই ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে এক মুরগী আর হনুমানের লড়াই দেখা যাচ্ছে।

হনুমানের বাচ্চার দুষ্টুমির ঘটনার সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। কখনো বাড়ির জানলার ফাক গলে ঘরে ঢুকে যায় কখনো বা দৌরাত্ম্য করে বেড়াই সারা উঠোন জুড়ে।

সম্প্রতি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি জায়গায় মুরগি তার বাচ্চাদের নিয়ে রয়েছে প্রথমে ওই মুরগিদের দিকে তাকিয়ে মুখে আওয়াজ করছে হনুমানটি। এর পরক্ষণেই দেখা যাচ্ছে মুরগিটিও তেড়ে আসছে হনুমানের দিকে। দুজনের এই খণ্ডযুদ্ধ অবাক করেছে সকলকে। তার থেকেও মজার বিষয় হলো ভিডিওতে দেখা যাচ্ছে হনুমানটি কখনো কখনো আবার দুই পায়ে হেঁটে বেড়াচ্ছে। এরকম অবাককর ঘটনার জন্য ভিডিওটি ছড়িয়ে পড়েছে সর্বত্রই।

Related Articles