Advertisements

খোঁজ মিলল মিঠুন চক্রবর্তীর ভাইয়ের! নেটিজেনরা বলছেন জুনিয়র মিঠুন, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

এরকম অনেকসময় শোনা যায় যে একই চেহারার ছয়জন অনুরূপ রয়েছে মানুষের। এতটা কতটা সত্য তা না জানা গেলেও এখনো পর্যন্ত অনেক তারকার হামসাকালের খোজ পেয়েছে মিডিয়া। আসলে সোশ্যাল মিডিয়ার চোখ থেকে কোনো কিছুই আড়াল হয় না এই যেমন এবার আরো এক তারকার হামসাকালের খোজ পাওয়া গেল।

বাংলার অভিনয় জগতে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা মধ্যে কিছু জন থাকেন যারা আমাদের মনে বিশেষভাবে জায়গা করে নেন। কেবল অভিনয়দক্ষতা না তার ব্যবহার নিজস্ব স্টাইল ভঙ্গিমায় পরিচিত হয়ে ওঠেন তারা। আর এ রকমই একজন মানুষ মিঠুন চক্রবর্তী। আজও তার সিনেমার ডায়লগ আমজনতার মুখে মুখে ঘোরে।

এবার মিঠুন চক্রবর্তীর ই হামসাকালের খোঁজ মিললো। অবিকল একইরকম দেখতে তারা এক নজরে তাকালে দুজনের মধ্যে পার্থক্য পাওয়া বেশ কঠিন। শুধুমাত্র একই দেখতে নয়, একইরকম নাচের স্টাইল, চুল, হাসি আর মিল রয়েছে চোখের চাহনিতে। এই ব্যক্তিটি একেবারে যেন মিঠুন চক্রবর্তীর প্রতিচ্ছবি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি হিন্দি গানের সাথে এক ব্যক্তি এবং মহিলা নাচ করছেন। আর ওই ব্যক্তিটি কে দেখলে আপনি দ্বন্দ্বে পড়বেন এটা মিঠুন চক্রবর্তী কিনা তা ভেবে। এক ঝলকে দেখলে তাকে মিঠুন চক্রবর্তীর মনে হলেও তিনি একজন অন্য মানুষ। তবে দেখতে একই রকম হওয়ার সাথে নিজেকে তিনি গড়ে তুলেছেন মিঠুন চক্রবর্তীর মতো করেই। মিঠুন চক্রবর্তীর মত হাঁটাচলা ভঙ্গিমা সবটাই রপ্ত করেছেন। আর তার ভিডিও বর্তমানে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখে নিন আপনিও।

Related Articles