ভিডিও- বিশালাকার ষাঁড়কে কাঁধে চাপিয়ে তরতরিয়ে হাঁটছেন এই ব্যক্তি, নেটিজেনরা বলছেন রিয়েল বাহুবলি

ছোটা ভীম বা সুপারম্যান এসব চরিত্রদের পর্দায় দেখতে কে না ভালোবাসে। টিভির পর্দায় তাদের অকল্পনীয় শক্তির সব নমুনা দেখতে পাওয়া যায়। কখনো বড়ো শক্তিশালী পশুদের এক হাতে তুলে নিচ্ছে কখনো বা পশুদের সাথে লড়াই করছে। কিন্তু এই ঘটনা কি বাস্তবে হতে পারে?? বোধহয় কোনো কিছুই অসম্ভব নয়। পশুর সাথে লড়াই করতে না দেখা গেলেও এই ব্যক্তি যেভাবে ঘোড়া মোষকে পিঠে চাপাচ্ছেন তাতে তাকে ছোটা ভীমের বড়ো রূপ বললেও অতিরিক্ত কিছু হবে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে চোখ কপালে উঠবে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাসতে হাসতে ঘোড়া মোষকে পিঠে চড়িয়ে নিচ্ছেন। এমন বলশালী মানুষকে ঘিরে দর্শকদের মধ্যেও তৈরী হয়েছে উন্মাদনা ও কৌতূহল।
ইউক্রেনের বাসিন্দা এই ব্যক্তির নাম ডিমিট্রো খালাদঝি। জানা যাচ্ছে 41 বছর বয়সী এই ব্যক্তি একসঙ্গে ছয়জন মানুষকে কাঁধে তুলতে সক্ষম। ডিমিড্রো আসলে সার্কাসে কাজ করেন। কর্মসূত্র ধরেই এই কাজে পারদর্শী হয়ে উঠেছেন তিনি। পূর্ণবয়স্ক ঘোড়া বা মোষকে কাঁধে তুলে নেওয়া তার কাছে ভীষন সহজ।
150 কেজি ওজন এক হাতে তুলে নেওয়ার দক্ষতা রয়েছে তার। আর ইতিমধ্যেই এই আশ্চর্য ক্ষমতার জন্য মোট 63 টি গিনিস বুক রেকর্ডস গড়েছেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে।