Viral: বাসর রাতে কি হল? বিছানার কীর্তিকলাপ ফাঁস করলেন সোহিনী!

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয়ে চলে নানান ভিডিও। কোনো মূহুর্তের ভিডিও হোক কিংবা কোনো গোপন সময়ের ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়না। তেমনই সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবি ঘিরে নেট দুনিয়ার একাংশ মানুষ আপত্তি জানিয়েছেন। এক মহিলা যার বিয়ের রাতে কী কী করলেন তিনি তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিন্দার মুখে পড়েছেন। বিয়ের রাতের ব্যক্তিগত মূহুর্তের সেই ছবি পোস্ট করে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়।

Advertisements

ওই মহিলা হলেন রূপটান শিল্পী সোহিনী গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের পর বাসর রাতে কী কী ঘটল তা শেয়করে নিলেন তিনি। একটি ছবি তিনি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে স্বামী স্ত্রী-কে জড়িয়ে ধরে শুয়ে রয়েছেন। মহিলাটি চোখ খুলে থাকলেও স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন। এই গোপন ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে নিলেন রূপটান শিল্পী।

Advertisements

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, “রাত তখন শেষের পথে, বরবাবাজি বিয়ে সম্পন্ন হবার পর আমার সঙ্গে দু’টি ছবি তুলেই এমন শয্যা নিয়েছিলেন যে, সারা রাত নাসিকাগর্জনের সঙ্গে ঘুমিয়েছিলেন। কত সাধ ছিল হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে! কিন্তু সে গুড়ে বালি। এই সুন্দর দৃশ্যটি সেই রাত থেকে এই একই রকম হয়েই আসছে। দারুণ মজার না!? কার কার বর বাসরে ঘুমিয়েছিল জানিও তো!

নয়তো অযথা নিজের অদৃষ্টকে দুষবো”।এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কেউ মন্তব্য করেছেন, বেশিদিন বাকি নেই বাসর রাতের শ্যুটিং হবে এবং ক্যাপশন থাকবে এই রাত তোমার আমার, ও থুড়ি এই রাত তোমার আমার ও ক্যামেরা দাদার। তবে অনেকে ইতিবাচক মন্তব্য করেছেন। সবমিলিয়ে বেশ ভাইরাল ছবিটি।

Related Articles