Advertisements

দুর্দান্ত কণ্ঠে অসাধারন হিন্দি গান গেয়ে মুগ্ধ করল বছর সাতের খুদে কন্যা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements

সাম্প্রতিক সময়ে রিয়েলিটি শো গুলি ক্রমাগত জনপ্রিয়তা লাভ করে চলেছে। এই প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে সুপ্ত প্রতিভা। এই রিয়েলিটি শো এ পৌছাতে গেলে লাগে পরিশ্রম দক্ষতা অধ্যাবসায়, থাকে অনেক চড়াই উৎরাই কিন্তু এই সমস্ত কঠিন অধ্যায়ের পথে সাবলীলভাবে হেটে চলেছে খুঁদেরাও। বড়দের সাথে পাল্লা দিয়ে ছোটরাও প্রতিযোগিতার দৌড়ে শামিল হয়েছে।

এ রকমই একটি রিয়েলিটি শো হোলো ভয়েস অফ ইন্ডিয়া যেখানে ব্লাইন্ড অডিসন এর মাধ্যমে নির্বাচিত করা হয় প্রতিযোগীকে। গানের মাধ্যমে নিজের শিল্পীসত্ত্বা পরিচয় ঘটাতে উপস্থিত হয় অনেকেই। কিন্তু কিছু প্রতিযোগী যেন মনের মনিকোঠায় স্থান করে নেয়।

এমনই এক খুঁদে ও জনপ্রিয় প্রতিযোগী হলো আয়াত শেখ। মাত্র সাত বছরের এই খুদে কন্যাটি নিজের সঙ্গীত প্রতিভার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন। মহারাষ্ট্রের মেয়ে আয়াত যখনি গান করতে হাজির হয় তখনি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন শ্রোতারা।

টিভির পর্দায় মঞ্চেতো তার পারফর্মম্যান্স অনেকেই দেখেছেন এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেরে রাসকে কামার গানটি গাইছে আয়াত। তার সুরেলা গলার জাদুতে মোহিত হয়ে গেছেন সবাই। দিন দিন তার গলার সুর যে পরিণত হচ্ছে তা একবাক্যে স্বীকার করে নিতেই হয়। ভবিষ্যতে একজন দক্ষ সঙ্গীতশিল্পীকে যে আমরা দেখতে চলছি সে আশা করাই যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই ভাইরাল হয়েছে মুহুর্তে।

Related Articles