সম্পূর্ণ খালি গলায় অসাধারন একটি গান গেয়ে মুগ্ধ করল খুদে বাঙালি কন্যা, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই এখন মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। নিজের গুণ প্রতিভা সকলের সামনে তুলে ধরা যায় মুহূর্তের মধ্যে। আর এই ধরনের প্রতিভা সকলের মন জয় করে নিতে পারলেই তা হয়ে ওঠে ভাইরাল। তবে প্রতিনিয়ত নানারকম ভাইরাল ভিডিওর মধ্যে খুব কম জন মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিতে পারে।
এরকমই এক গুনী প্রতিভা হলো প্রজ্ঞা। 2019 সালে যখন তার বয়স মাত্র দুই তখনই মায়ের কোলে বসে মায়ের সাথে গান করে ভাইরাল হয়েছিল সে। ওইটুকু বয়সে তার সুর লয় আর নির্ভুল শব্দোচ্চারন মুগ্ধ করেছিল সবাইকেই। তারপর থেক নেটদুনিয়ার সেনসেশন প্রজ্ঞা। সম্প্রতি গান গেয়ে আবার ভাইরাল হলো সে।
বাঙালির বৈশাখী আগমনের এক অন্যতম গান এসো হে বৈশাখ এসো এসো গানটি গাইতে দেখা গেল তাকে। লাল পাড় সাদা শাড়ি পড়ে একবারে বাঙালিয়ানার সাজগোজ করে পাকাবুড়ির মতোন গান ধরেছে সে। আর তার কন্ঠসুরে আবার মুগ্ধ হলেন নেটনাগরিকগন। হাতের তাল দিয়ে এত অনবদ্য ভাবে গানটি সে পরিবেশন করেছে তা সত্যিই সুন্দর। এইটুকু বয়সেই সে গানে যেভাবে দক্ষ হয়ে উঠছে পরবর্তীতে এক শিল্পীরূপে যে তাকে দেখতে পাওয়া যাবে এমন আশা করেছেন সবাই।
যখন মানুষের কথা স্পষ্ট হয় না সেই বয়স থেকেই গানে হাতেখড়ি তার আর বর্তমানে পাকা শিল্পীর মতোন দক্ষ হয়ে উঠেছে প্রজ্ঞা। পয়লা বৈশাখের উদ্দেশে গাওয়া তার এমন সুন্দর গানটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে। প্রত্যেকেই তাকে প্রাণভরে আশীর্বাদ করেছেন।