Advertisements

দেখুন ভিডিও- ঘুমের মধ্যে নানান অঙ্গভঙ্গি দেখাচ্ছে খুদে কন্যা, হেঁসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা

Advertisements

ফেসবুক বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তেই অসংখ্য ভিডিও ভাইরাল হয়ে চলেছে আর সেগুলি নজর কাড়তে সমর্থ। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব দ্রুত ভালোলাগার ভিডিওগুলি ভাইরাল হচ্ছে। পছন্দসই ভিডিওগুলি একটিমাত্র ক্লিকেই ছড়িয়ে পড়ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে।

এই ভাইরাল হওয়া কিছু ঘটনা যেমন শিক্ষা দেয় কিছু ঘটনা কাদিয়ে তোলে আবার কিছু ঘটনা মনে নির্মল আনন্দের সঞ্চার করে। এরকম একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে যেখানে একটি বাচ্চার কাণ্ড দেখে মজা পেয়েছেন সবাই।

বাচ্চারা হয়তো কোনো কথা ভাষায় প্রকাশ করতে পারে না কিন্তু হাবেভাবে অঙ্গভঙ্গি করে নিজেদের কথা বোঝাতে চায়। আসলে ছোট্ট শিশুকে সবসময় দেখতে ভালোলাগে, তাদের কীর্তিকলাপ দেখতে যেমন মজাই লাগে। আসলে তাদের নিষ্পাপ সরলতা পূর্ন হাসি বা মুখখানি দেখলেই সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়।

ভাতঘুম দিতে কে না ভালোবাসে তবে সব সময় কি সেই আরাম মেলে?? আবার অনেককেই দেখা যায় কোথাও একটা বসে হালকা ঘুমানোর চেষ্টা করছে বা ঝিমোচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটিতেও দেখা যাচ্ছে ঠিক বড়োদের মতো একটি বাচ্চা বসে বসে ঢুলছে। বাচ্চাটির বয়স হয়তো ছয় কি সাত মাস, দেখা যাচ্ছে ঘুমে চোখ জুড়িয়ে আসছে তার। বিছানায় বসে বসে ঝিমিয়েই চলেছে সে। তার এই ঘুম জড়ানো চোখ দেখলে মায়া পড়ে যাবে। গোলাপী রঙের জামা পরা টুকটুকে ফর্সা আর মিষ্টি এই বাচ্চাটিকে ঠিক যেন পরীর মতোই মনে হচ্ছে। আর তাইতো বাচ্চাটির ভিডিও সামনে আসতেই নিমেষে ভাইরাল হয়েছে।

Related Articles