Advertisements

দুষ্প্রাপ্য লাল কোবরার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই খুদে কুকুরের, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

সাপ দেখলেই শিউরে উঠতে হয় তারপর যদি সেটা কোবরা হয় তাহলেতো ভয়ে প্রান যায় অবস্থা। কোবরা মানেই কালো কুচকুচে কিন্তু কখনো লাল কোবরা দেখেছেন!! একে তেজী শক্তিশালী কোবরা তারওপর বিরল রঙ এরকম সাপের পাল্লায় পড়লে কি মনে হবে!!

সম্প্রতি এই রকমই এক কোবরার পাল্লায় পড়লো এক ছোট্ট কুকুর। গাছের ডালে নিজের শরীরকে পেচিয়ে রেখেই ছোট কুকুরের সাথে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের মেতেছে এই লাল কোবরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যা মুহুর্তে ভাইরাল হয়েছে। আসলে লাল কোবরা খুব একটা সচরাচর দেখা যায় না তার উপর একটা সাধারন কুকুর যেভাবে ভয়ঙ্কর এই সাপের সাথে লড়াই করেছে তা রোমাঞ্চকর হয়ে উঠেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে বয়সে অপেক্ষাকৃত একটি ছোট কুকুর একটি কোবরা সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। কোবরা তার ফনা তুলে ভয় দেখানোর চেষ্টা করলে কুকুরটি রণেভঙ্গ না দিয়ে রীতিমতো নিজের গলার আওয়াজ দিয়ে কোবরাকে ভয় দেখাচ্ছে। ছোট্ট কুকুরের এমন সাহসিকতার প্রমান দেখে তাজ্জব বনে গেছে। সকলে কুকুরটির প্রশংসা করেছে। তবে শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেনি তাই বিজেতা শিরোপা কেউ লাভ করেনি।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই এই কোবরা রঙের পিছনে কারন তার জিনঘটিত অভাব। এইকারনে কোনো কোবরা সাদা বর্নেরও হয়ে থাকে।

Related Articles