Advertisements

সম্পূর্ণ খালি গলায় কিশোর কুমারের অসাধারন একটি গান গাইল খুদে বালক, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements

প্রতিভা এর থেকেও বড়ো কোনো শব্দ দিয়ে যদি ব্যাখ্যা করা যায় তবে কিশোর কুমার তাই। গানের যুগ বিবর্তনে তিনি নিজেই একটি যুগ যে যুগের কথা আজও কানে ভাসে প্রত্যেকের, যে যুগ কখনো শেষ হয়নি শেষ হতে পারেনা। বিভিন্ন ধাচের গান গেয়ে তিনি প্রমাণ করেছেন যে কিশোর কুমার কেবল একজনই হতে পারে। তাই আজও আপামর বাঙালীর মনে গেথে রয়েছেন তিনি। কেবল আগের প্রজন্ম নয় এই প্রজন্মও তার ভক্ত। এই প্রজন্মের কন্ঠেও ভেসে আসে কিশোর কুমারের গান।

প্রচুর মানুষ কিশোর কুমারের গানে কন্ঠ মেলাল তবে তার গাওয়া গান অন্য ব্যক্তি গাইলে তা খুব কম ক্ষেত্রেই জীবন্ত হয়ে ওঠে, গানে প্রান আসে। সম্প্রতি অতীন্দ্র চক্রবর্তীর সহায়তায় এমন এক প্রতিভা প্রকাশ্যে এলো কিশোর কুমারের গান যার কন্ঠে মুগ্ধতা নিয়ে এসেছে।

অতীন্দ্র চক্রবর্তী , রানু মন্ডল সর্বসমক্ষে আসার পর থেকেই এই নামের সাথে কমবেশি পরিচিত আমরা। অতীন্দ্র ছিলেন রানুর সঙ্গীতশিল্পী হয়ে ওঠার পথের ছায়াসঙ্গী। তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। এবার সম্প্রতি তাঁর হাত ধরেই ভাইরাল হল আর এক প্রতিভা।

এই প্রতিভাবান খুদেটির বয়স দশ কি এগারো কিন্তু এই টুকু বয়সেই তার অসাধারণ গায়কি মন জয় করে নিল সকলের। কিশোর কুমারের গাওয়া মেরে নায়না সাওয়ান ভাদোর মতো এক কঠিন গান যেভাবে অবলীয়ায় দরদী কন্ঠে গেয়েছে তা এককথায় অসাধারণ। চোখ বন্ধ করে শুনলে কিশোর কুমারের ছবি যেন স্পষ্ট হয়ে উঠবে বাচ্চাটির গানের মাধ্যমে।

তাঁর গানের এই ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়েছে। জানা গেছে এই ছেলেটির নাম পাভেল, কলকাতার বাসিন্দা সেই। অতীন্দ্রর সহায়তায় রানুর মতো পাভেলও যে একদিন প্রতিষ্ঠিত শিল্পী হয়ে উঠবে সেই আশা করেছেন নেটিজেনরা।

Related Articles