Advertisements

শপিংমলে ঢুকে হুলুস্থুলু কান্ড ঘটাল বিশালাকার ড্রাগন, ভাইরাল ভিডিও

Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে পশুপাখিরাও তারাও আজ কোন কিছুতেই যেন পিছিয়ে থাকতে নারাজ। জনপ্রিয়তার দিক থেকে তাদের স্থান যে মানুষের থেকে বেড়ে গেছে তা মানতেই হবে। তাইতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর তালিকায় বেশিরভাগ পশুপাখির ভিডিও মেলে।

আর এবার তাই মানুষের মতোই শপিং করতে ইচ্ছে জেগেছে এক গোসাপের। ধরুন আপনি শপিংমলে গেছেন আর হঠাৎ দেখলেন পাশে ইয়্য়াবড়ো এক গোসাপ তাকে রাখা জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে‌ কখনো আলমারি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। ঠিক কেমন অনুভূতি হবে!!

শপিংমল ভীড়ে ঠাসা আর তারমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে একজন স্পেশাল গেস্ট..তিনি হলেন এক গোসাপ। কোনো সিনেমার শ্যুটিং নয় এবার এমন কান্ড ঘটেছে এক শপিংমলে। আর এই ঘটনা ক্যামেরাবন্দী করে শেয়ার করেছেন সেখানকার উপস্থিত জনগন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক বিশাল আকারের গোসাপ শপিংমলে ঢুকে পড়েছে। আর সেখানের জিনিসপত্রের তদারকি শুরু করেছে। আর এই দেখে চারিদিকের লোকজন জড়ো হয়ে গেছে। যদিও গোসাপটিকে দেখে প্রত্যেকেই আতঙ্কে দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। কারণ কোনভাবে পিছন ফিরে কামড়ে দিলেই বড়োসড়ো বিপদ ঘটতে পারতো।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রত্যেককেই শপিংমলের কর্তৃপক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। সেখানে উপস্থিত সকলে যে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এই ভেবেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

Related Articles