অফবিটনিউজ

বাংলায় গামছা, ইংরেজিতে কি? প্রায় ৯৯% মানুষই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

আমাদের চারপাশে এমন অনেক জিনিসই রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, অথচ তাদের আসল নামই জানি না। যার মধ্যে অন্যতম হলো ‘গামছা’। আমরা তোয়ালের ইংরেজি শব্দ প্রত্যেকই জানি যেটি হলো ‘টাওয়েল’।

তবে কখনো কি মাথায় এসেছে গামছাকে ইংরেজিতে কী বলে? যদিও এই বিষয়টি নিয়ে অনেক মতভেদ রয়েছে। এমনকি গামছাকে টাওয়েল বলেও চালিয়ে দেন অনেক মানুষ। তবে সেটা ঠিক নয়, কারণ টাওয়েল মানে গামছা নয়।

আজ আমরা গামছার ইংরেজি শব্দ নিয়ে এসেছি আপনাদের জন্য। যদিও তার কোনো যথাযথ ইংরেজি শব্দ নেই। গামছা একদমই গ্রাম বাংলার জিনিস, হাতে সুতো বুনে তৈরি করা হয় এই গামছা।যদিও বর্তমানে আন্তর্জাতিক স্তরেও গামছার বিক্রি শুরু হয়েছে।

সেক্ষেত্রে এর ইংরেজি নাম জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। হাতে বুনে তৈরি করার কারণে এটার ইংরেজি নামকরণ সেরকমই হয়েছে। ইংরেজি অভিধানে একে বলা হয়, ‘A napkin made by hand loom ৷’ যার অর্থ হলো হাতের তাঁত দিয়ে তৈরি ন্যাপকিন।