লাল-হলুদ নয়, সূর্যের আসল রঙ কি? ৯৯% মানুষই সঠিক উত্তর জানেন না

Advertisement

কাউকে যদি জিজ্ঞেস করা হয় সূর্যের রং কী? তাহলে তিনি স্বাভাবিকভাবেই উত্তর দেবেন হলুদ, কমলা কিংবা লাল। কারণ, ছোট থেকেই আমরা এই বিষয়টি জেনে এসেছি। তবে আপনি শুনলে অবাক হবেন যে এই তিনটি রঙের মধ্যে একটিও সূর্যের রং নয়। কি অবাক হচ্ছেন তো? হওয়াটাই স্বাভাবিক। তবে সম্প্রতি এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

Advertisements

আমরা সাধারণত সূর্যকে সকালে ও সন্ধ্যায় লাল, দুপুরে হলুদ রঙের দেখে থাকি। অর্থাৎ সূর্যের প্রকৃত রং কী তা কারোরই জানা নেই। তবে আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে নেবো আজকের প্রতিবেদনে। সম্প্রতি সূর্যের রং সম্পর্কে জানিয়েছেন নাসার মহাকাশচারী স্কট কেলি। তার মতে মহাকাশ থেকে সূর্যকে যেমন দেখা যায় সেখানে কোনো রং থাকে না অর্থাৎ সূর্য সাদা।

Advertisements

তাহলে এখন সকলের মনে প্রশ্ন আসতে পারে রং না থাকলে এরকম বিভিন্ন রঙের দেখায় কেন সূর্যকে? আসলে এর পেছনে রয়েছে বায়ুমণ্ডল। সূর্যের রং যেহেতু সাদা, তাই তার মধ্যে সাতটি রংই বর্তমান। তবে সূর্যের রশ্মি যখন বায়ুমন্ডলে প্রবেশ করে তখন আমরা সবথেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যযুক্ত রঙকে দেখি।

যার অর্থ হলো হলুদ, কমলা বা লাল রঙের দেখি। এই কারণেই সূর্যের বিভিন্ন বিভিন্ন রং দেখা যায়। তবে এখানেই শেষ নয় সূর্য সম্পর্কে এমন অনেক তথ্যই রয়েছে যা মানুষের কাছে অজানা। ধীরে ধীরে আমরা সেরকম বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিবেদনের মাধ্যমে।

Related Articles