‘Bus’-এর বাংলা নাম কী? প্রায় বেশিরভাগ মানুষই উত্তর দিতে পারেন নি

আমাদের দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করার জন্য যে যানবাহন আমরা ব্যবহার করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যান হল বাস। বাস আমাদের দেশে রেলগাড়ীর পরই একটি গুরুত্বপূর্ণ যান। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এই যান বেশ সাহায্যকারী৷ এমন অনেক জায়গা রয়েছে যেখানে রেলগাড়ী যাতায়াত করে না। সেসব স্থানে বাস যাতায়াত করে।
এছাড়া বাসে যাতায়াত করতে সময়ও কম লাগে। তাই বাস নিত্যদিন রাস্তায় চলাচল করা যাত্রীদের জন্য একটি সহজ মাধ্যম। তবে ‘Bus’-এ সকলে চলাফেরা করলেও এটি একটি ইংরেজি শব্দ। শহর থেকে গ্রামাঞ্চলের সকলেই এই নামেই যানটি চেনেন। একসঙ্গে অনেক লোক এই যানের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। তবে কি জানেন ‘Bus’-এর বাংলা নাম কী?
দৈনন্দিন জীবনের একটি অঙ্গ হলেও বাসের বাংলা নাম অনেকেই জানেন না। তবে সেটি জানার আগে বাসের একটু ইতিহাস জেনে নেওয়া দরকার। ১৮২০ সাল নাগাদ ইউরোপে বাস পরিষেবা সচল করা হয়। তবে সেটি ছিল ঘোরায় টানা বাস৷ এরপর ১৮৮২ সালে মোটর চালিত বাসের চলাচল শুরু হয়। এভাবে ধীরে ধীরে বদল ঘটেছে আজকের বাসে। বর্তমানে বাসে খাওয়াদাওয়ার ব্যবস্থাও রয়েছে।
তবে বাসকে বাংলায় কী বলা হবে তা কোনো জায়গায় আপনি পাবেন না। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন সেই বাংলা মানে। ‘Bus’-এর বাংলা অনুবাদ হল সাধারণ যাত্রীদের জন্য একটি নির্দিষ্ট রুটে আসা যাওয়ার জন্য বড় গাড়ি। অনেকেই জানেন না এটির বাংলা মানে। তবে আজকের পর আর অজানা থাকবে না৷