এমন কোন স্কুল যেখানে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকেনা?

Advertisement

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলিমিনারি, মেইন্স এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়। আর এই পার্সোনালিটি টেস্টেই এমন সব প্রশ্ন করা হয়ে থাকে, যা রীতিমতো বিভ্রান্ত করতে পারে প্রতিযোগীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।

Advertisements

১. চাঁদের সব থেকে বড়ো গর্তের নাম কী?
উঃ ক্লেভিয়াস।

Advertisements

২. কোন পাথর জলে ভাসে?
উঃ পিউমিস।

৩. এমন কোন পাখি রয়েছে যা উড়তে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে?
উঃ পেঙ্গুইন।

৪. পৃথিবীর একমাত্র খ্রীস্টান দেশ কোনটি?
উঃ ফিলিপাইন্স।

৫. রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
উঃ ফ্রেয়ন।

৬. বিশ্বের সবথেকে শক্তিশালী কম্পিউটারের নাম কী?
উঃ ফুগাকু।

৭. কোন প্রাণীর তিনটি হৃদপিণ্ড এবং দুটি মস্তিষ্ক রয়েছে?
উঃ অক্টোপাস।

৮. চাঁদে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়েছে কোন সংস্থা?
উঃ নাসা।

৯. কোন তারিখে পৃথিবীর দিন ও রাত্রি সমান হয়?
উঃ ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর।

১০. তামাশা কোন রাজ্যের লোকনৃত্য?
উঃ মহারাষ্ট্র।

১১. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উঃ রাজা রামমোহন রায়।

১২. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?
উঃ দ্য বেঙ্গল গেজেট।

১৩. কোন স্কুলে শিক্ষক থাকে, কিন্তু ছাত্র থাকে না?
উঃ গার্লস স্কুলে। সেখানে ছাত্রীরা থাকে ছাত্র থাকে না। (আসলে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এরকম প্রশ্ন করা হয়ে থাকে।)

Related Articles