স্বল্প পোশাকে উষ্ণ নাচ, কচি কাঁচা যুবকদের মনে ঝড় তুলল ‘Super Hot’ ঝুম্পা বৌদি

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্লাটফর্ম যেখানে সহজেই পরিচিতি পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম যেমন ইউটিউব ইনস্টাগ্রাম ফেইসবুক যেকোনো স্থানে সহজেই পরিচিতি পেতে পারেন মানুষ। প্রচুর মানুষের প্রশংসা যেমন পাওয়া যায় তেমন ভাইরাল হওয়া যায়। তবে এই পাবলিসিটি কখনো কখনো নেগেটিভ পাবলিসিটিও হয়ে ওঠে। অর্থ্যাৎ কিছু ঘটনা যেমন প্রশংসিত হয় তেমন কিছু ঘটনা জুড়ে তৈরী হয় বিতর্ক।
শ্লীল নাকি অশ্লীল, সুখ্যাতি নাকি কুখ্যাতি কিসের জন্য ভাইরাল হলেন এই যুবতী! সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই বর্তমানে প্রচুর যুবতীদের দেখা যায় নিজেদের প্রতিভা প্রকাশ্যে আনতে। কেউ কেউ নিজেদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিতও হয়েছেন।
সম্প্রতি এ রকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক বৌদি ঘরোয়া পোশাকের নেচে চলেছেন তুমুলভাবে। কিন্তু তার পোশাক বেশিরভাগ মানুষের কাছেই অশ্লীল বলে মনে হয়েছে এমনকি তার নাচের মধ্যেও রয়েছে শারীরিক উত্তেজনা।
ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবতী কখনো কালো টপ পরেছেন কখনো বা শাড়ি কিন্তু প্রতিক্ষেত্রে মাঝে মাঝে উঁকি দিচ্ছে বক্ষযুগল। আর যারফলে ভিডিওটি হয়ে উঠেছে দৃষ্টিকটু। মেয়েটির এইরকম নাচ দেখে তীব্র নিন্দা করেছে সবাই। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই তা নেগেটিভ প্রভাব ফেলেছে সকলের মনে। নাচ একটা শিল্প তার মাধ্যমে অশ্লীল ইঙ্গিতপূর্ন ভঙ্গিমা বন্ধ হোক এমনটাই দাবী করেছেন সবাই।