অবিকল লতা মঙ্গেশকর! সুরেলা কণ্ঠে অসাধারন হিন্দি গানে সবাইকে মুগ্ধ করল এই যুবতী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

জীবন্ত সরস্বতী এই বিশেষনটা বোধহয় লতা মঙ্গেশকরের সাথেই যায়। সঙ্গীত সাম্রাজ্ঞী তিনি। যতদিন সঙ্গীত বেঁচে থাকবে ততদিন মানুষের মনে ও গানের জগতে তার নাম উজ্জ্বল হয়েই থাকবে। সঙ্গীত সাধনার এক উদাহরন তিনি, কেবল গায়িকা নন প্রত্যেকের কাছে তিনি অনুপ্রেরনার উদারহন হিসেবে রয়েছেন।
তাইতো তার গাওয়া গান অন্যকারোর কন্ঠে যখন জীবিত হয়ে ওঠে, সেই সুরে মানুষ যখন মোহিত হয়ে যান তখন লতাকন্ঠী হিসেবেই তাকে সম্বোধন করেন। এর আগে লতাকন্ঠী হিসেবে পরিচিতি পেয়েছিলেন রানু মন্ডল। এবার আরেক কন্যা লতাকন্ঠী হিসেবে পরিচিতি পেলেন।
জয়লক্ষী নামের এই কন্যা কুহু কুহু বলে পাপিয়া গানটি এতসুন্দর ভাবে পরিবেশন করেছেন তাতেই মুগ্ধ হয়ে গেছেন প্রতিটি মানুষ। গানটি পুরনো হলেও ক্লাসিক্যাল এর ছোয়া ও তার নিজস্ব স্বকীয়তার গুনে আরো বেশী মানুষের মনকে ছুঁয়ে গেছে। এটাই প্রথম নয় এর আগেও সে তার নিজের অনেক গানের ভিডিও সকলের সামনে তুলে ধরেছে। আর প্রত্যেকটি এক কথায় অনবদ্য। এইটুকু বয়সে তার অসাধারন গলার কাজ ও সুরের মাধুর্য্য অবিশ্বাস্য বলে মনে হয়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। মেয়েটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট নাগরিকরা। ভারতের নানান প্রান্তে এরকম প্রতিভা ছড়িয়ে রয়েছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতেই তাদের প্রতিভা প্রত্যেকের কানে পৌছে যাচ্ছে।