Interview Questions : এমন কি জিনিস যা ছেলেরা রোজ করে কিন্তু মেয়েরা জীবনে একবার করে? জানলে চমকে যাবেন

Advertisement

Interview Questions: কিছু কিছু চাকরির পরীক্ষার অন্তিম পর্যায় হল ইন্টারভিউ। আর এই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীকে বেছে নেওয়া হয়। এভাবেই অনেকে আবার সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে বাদ পড়ে যান ইন্টারভিউ থেকে। কিছু কিছু সময় প্রার্থীকে এমন প্রশ্ন করা হয় যার ফলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু অজানা প্রশ্নের সহজ উত্তর।

Advertisements

১. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর – দোতাবেতা।
২. স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর – চিত্তরঞ্জন দাস।
৩. ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর – সুচেতা কৃপালনী। ১৯৬৩ থেকে ১০৬৭ সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন।
৪. কোন ভারতীয় নোটে গান্ধীজীর ছবি নেই?
উত্তর – এক টাকার নোটে।
৫. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তর – ইউরেনাসকে।
৬. FIR -এর পুরো অর্থ কী?
উত্তর – First information report.
৭. বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়?
উত্তর – ৮ই জুন।
৮. WHO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর – জেনেভা।
৯. ছত্তিসগড়ের রাজধানীর নাম কী?
উত্তর – রায়পুর।
১০. বক্সারের যুদ্ধ কত সালে সংঘঠিত হয়েছিল?
উত্তর – ১৭৬৪ সালে।
১১. বেরিবেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উত্তর – ভিটামিন বি১।
১২. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?
উত্তর – যমুনা।
১৩. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে আসা হয়?
উত্তর – ১৯১১ সালে।
১৪. আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উত্তর – রাসবিহারী বসু। ১৯৪২ সালে সিঙ্গাপুরে গঠন করেন তিনি।
১৫. ছেলেরা প্রতিদিন করে ও মেয়েরা জীবনে একবারই করে, সেটি কী?
উত্তর – শ্মশান যাত্রা। কারণ ছেলেরা শবদাহ করতে প্রতিদিনই যেতে পারে কিন্তু মেয়েদের শ্মশানে যাওয়া নিষেধ। মেয়েরা মৃত্যুর পর একবারই যেতে পারে।

Advertisements

Related Articles