কোন জিনিষ না থাকলে মেয়েরা হাতেই কাজ চালিয়ে নেয়? 99% মানুষ বলতে পারেন নি

কিছু কিছু চাকরির পরীক্ষায় অন্তিম পর্যায় হল ইন্টারভিউ। এই ইন্টারভিউ পর্বে প্রার্থীকে করা হয় নানানরকম প্রশ্ন। আর তার মধ্যে কিছু বিভ্রান্তিকর প্রশ্ন থাকে যা শুনে থতমত খেতে পারেন তারা। কিন্তু সেই প্রশ্নের উত্তর হয় একেবারে সোজা। কিন্তু সেই প্রশ্নগুলি এমনভাবে করা হয় যেখানে সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রার্থী ইন্টারভিউতে বাদ পড়ে যান আর তার হাত থেকে চাকরিটি সরে যায়। তাই আজকের প্রতিবেদন এমনকিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হল।
১. ‘মানব ক্যালকুলেটর’ নামে কে পরিচিত?
উত্তর- তিনি হলেন শকুন্তলা দেবী। তিনি মাত্র ২৮ সেকেন্ডে দু’টি ১৩ ডিজিটের গুণফল বের করেছিলেন।
২. ফাইডোমিটার কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
উত্তর- সমুদ্রের গভীরতা মাপার জন্য।
৩. ‘বারমুডা ট্রায়াঙ্গল’ এই রহস্যময় স্থানটি কোন সাগরে অবস্থিত?
উত্তর- আটলান্টিক মহাসাগর।
৪. মহাকাশে প্রথম যে ফুলটি ফুটেছে তার নাম কী?
উত্তর- জিনিয়া ফুল।
৫. রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন?
উত্তর- রাষ্ট্রপতি।
৬. পৃথিবীতে মানুষ সবথেকে বেশি কোন ভাষায় কথা বলে?
উত্তর- চৈনিক বা ম্যান্ডারিন ভাষায়।
৭. SIM কার্ডের পূর্ণ রূপ কী?
উত্তর- সাবসক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল।
৮. জাপানি মুদ্রার নাম কী?
উত্তর- জাপানি ইয়েন।
৯. বিশ্বের কোন দেশটি কখনও কারও পরাধীন থাকেনি?
উত্তর- নেপাল।
১০. ‘দাদাসাহেব’ পুরষ্কার দেওয়া হয় কোন বিষয়ে অবদান রাখার জন্য?
উত্তর- সিনেমা।
১১. কী এমন জিনিস যা মানুষের শরীরে ও গাছের শরীরে হয়?
উত্তর- তিল।
১২. মানুষের মতই হুবহু চিন্তা করতে পারে কোন প্রাণীটি?
উত্তর- ডলফিন।
১৩. দেহের কোন অংশটি জন্মের পর আসে ও মৃত্যুর আগে চলে যায়?
উত্তর- দাঁত।
১৪. মানবদেহের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি?
উত্তর- জিভ।
১৫. মেয়েদের কোন জিনিসটি না থাকলে তারা আঙুল দিয়ে কাজ চালিয়ে নেয়?
উত্তর- টুথব্রাশ। এমন প্রশ্ন করা হয় প্রার্থীকে বিভ্রান্ত করতে।