Unknown Facts: এমন কোন জিনিস যা না থাকলে মেয়েরা হাত দিয়েই কাজ চালিয়ে নেয়?

রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, এমন বিভিন্ন কিছু পরীক্ষা আছে যেখানে শেষ পর্যায়ে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। আর সেখানে এমন কিছু প্রশ্ন করা হয় যা বিভ্রান্ত করে পরীক্ষার্থীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১. কোন জিনিস গরীবরা ফেলে দেন কিন্তু ধনীরা রেখে দেন?
উঃ গরীবেরা নাকের জল ফেলে দেন। কিন্তু ধনীরা রুমালে মুছে পকেটে রেখে দেন।
২. কোন খেলায় ছেলে মেয়েরটা খায় আর মেয়েরা ছেলেদেরটা খায়?
উঃ লুডোয়, লুডোর গুটি।
৩. স্ত্রীরটা দেখা যায় কিন্তু মায়েরটা দেখা যায় না?
উঃ মায়ের বিয়ে।
৪. বৃষ্টি এলো অথচ কেউ ভিজলো না কেন?
উঃ বৃষ্টি আসলে একটি মেয়ের নাম।
৫. স্বামীর কোন জিনিসটা স্ত্রীরা দেখতে পান না?
উঃ স্বপ্ন।
৬. কোন জিনিস মেয়েরা দুইবার পায়, কিন্তু ছেলেরা একবার?
উঃ কুমারী বা শ্রীমতী।
৭. ছেলেরা ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা কী করতে চায়?
উঃ শপিং।
৮. কোন জিনিস ছেলেদের শক্ত অথচ মেয়েদের নরম?
উঃ মন।
৯. লম্বা কোন জিনিসটা মেয়েদের পছন্দ?
উঃ চুল।
১০. বিয়ের পর মেয়েরা বাবার কোন জিনিস ফেরত দেয়?
উঃ পদবী।
১১. কোন ফুল উল্টে দিলে পাখি হয়ে যায়?
উঃ জবা থেকে বাজ।
১২. হাত, পা, ডানা কিছু নেই কিন্তু সারাদিন চলতে পারে কী?
উঃ নৌকা।
১৩. কোন জিনিস ঠান্ডা না গরমও না কিন্তু সবাই ফু দেয়?
উঃ বাদামের খোসা।
১৪. কে সবসময় সামনে থাকে কখনো পেছনে যায় না?
উঃ ভবিষ্যৎ।
১৫. কোন জিনিস না থাকলে মেয়েদের হাত দিয়ে কাজ চালাতে হয়?
উঃ টুথব্রাশ। (আসলে প্রত্যেকটি প্রশ্নেই বিভ্রান্ত করার জন্য মেয়ে শব্দটি দেওয়া হয়েছে।)