মেরে লাল করে দাও তবুও আমি পড়ব না, দিদিমণিকে চ্যালেঞ্জ খুদে কন্যার, তুমুল ভাইরাল ভিডিও

পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে- কিন্তু পড়াশোনা করতে কারই বা ভালোলাগে নেহাৎ পড়তে হয় তাই। স্কুলে বন্ধুদের সাথে খেলার মাঝে পড়তে শিখতে ভালোলাগলেও বাড়ির মধ্যেও তো বিরক্ত আসাটাই স্বাভাবিক। বিশেষত করোনা জন্য এখন স্কুল বন্ধ তাই ঘরের মধ্যে একটানা পড়াশুনা করতে গিয়ে বিরক্ত হয় বাচ্চারা। আর এবার সেই দৃশ্যই ক্যামেরাবন্দী হলো।
বাচ্চাদের সরল মন তারা জটিলতা বোঝেনা তাইতো তাদের যে কাজ করতে ইচ্ছে করে বা যেটা ভালোলাগেনা তা নির্ধিদ্বায় প্রকাশ করে। তবে তাদের বলার ভঙ্গিমা বা অদ্ভুত আবদার কখনো কখনো মজার পরিবেশ সৃষ্টি করে। বাচ্চা মানেই সরলতায় ভরা মন। কখনো আবার অবুঝ আবদার বায়না। এরকম এবার একটি খুদের এক অদ্ভুত বায়নার ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন গৃহ শিক্ষিকার কাছে এক খুদে অভিযোগ জানাচ্ছে তার বাবা মা তাকে অত্যন্ত বেশি বকাবকি করে। তার এমন বাবা-মা চায়না যারা পড়াশোনা করতে বলে। এমনকি গৃহশিক্ষিকা তাকে পড়াশোনা করতে বলায় সে কান্না জুড়ে দিয়েছে। এমনকি সে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। আবার সকলের দাবি মেনে নিয়ে পড়াশোনার বদলে ঘর মুছতে ঘর ঝাট দিতেও সে রাজি হয়েছে। পড়াশোনার বদলে তাকে যে কাজ দেওয়া হোক সে করবে এমনটাই বক্তব্য তার।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার সাথে সাথেই তুমুল ভাইরাল হয়েছে। বাচ্চারা যেসব কান্ড ঘটিয়ে থাকে তা সত্যিই মজা দেয়। তাইতো বহু মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।