বাড়ির ছাদে ‘হাট্টিমাটিম টিম’ গানে মনমাতানো নাচ, যুবতীর প্রশংসায় মুখর নেটিজেনরা

Advertisement

বাঙালির ছোটবেলা মানেই কথার শুরুর সাথে সাথে দু এক লাইন ছড়া আওড়ানো। আর এই তালিকায় সবসময়ই রয়েছে হাট্টিমাটিম টিম। এ ছড়া ছোটবেলায় কেউ শোনেনি এমন কেউ নেই। কিন্তু হাট্টিমাটিম টিম গান কি শুনেছেন! এবার এই গানের তালে নাচ পরিবেশন করে ভাইরাল হলেন এক যুবতী।বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

Advertisements

অনেকেই এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের কাছে তুলে ধরছেন, হয়ে উঠছেন ভাইরাল। এমনই একজন শিল্পী UBIRUNGIA পেজের এই যুবতী। তিনি নিজের মন মাতানো নাচ দিয়েই জয় করে নিয়েছে দর্শক মন। এবার তাকে দেখা গেল এই মজার ছড়া তথা গানের তালে অসাধারণ পারফর্ম করতে।

Advertisements

স্যাড সং থেকে শুরু করে রোমান্টিক সং কিংবা অন্য ধারার গান সব রকম গানের তালে নেচে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন সোমালিকা।সকলেই জানেন তার নাচ মানেই মিষ্টি হাসি দুর্দান্ত এক্সপ্রেশনে ভরপুর। প্রতিবারের মতো এইবারও এই গানের তালে তিনি যেভাবে পারফর্ম করেছেন তা এক কথায় অনবদ্য। যতটা সুন্দর তার নাচের ভঙ্গিমা ততটাই সুন্দর ছিল তার এক্সপ্রেশন।

ইতিমধ্যে তার এই নাচের ভিডিও পৌছে গেছে প্রায় 97000 মানুষের কাছে। মাত্র তিন সপ্তাহ আগে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি তারমধ্যেই তা ভাইরাল হয়ে গেছে। লাইকও করেছে অনেক জন আর তার সাথে কমেন্টে বহু মানুষ প্রশংসা করেছেন তার নাচের। রইল এই মজার নাচের ভিডিওটি।

Related Articles