Advertisements

বানরের বাঁদরামি, থানায় ঢুকে পুলিশের ঘাড়ে চেপে যা করল এই বানর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

ভালোবাসার প্রবৃত্তি সকল প্রানীর মধ্যেই আছে ভালোবাসা পেলেই অনেক পশু পোষ মানে। কিন্তু আমরা তাদের একটা প্রকৃতি দেখেই বিচার করে ফেলি। এই যেমন হনুমান বা বাদর বললেই তাদের দাপিয়ে বেড়ানো আর বাদরামির কথা মাথায় আসে তাদের দেখলেই লাঠি হাতে ছুটে যায়। অথচ তারাও কিন্তু পোষ মানে, কথা শুনে চলে।

এই তো কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল দুই বাচ্চা হনুমান মালিকের সাথে বাজারে বেরিয়ে বাজার করছে আবার একটা ভিডিওতে দেখা গিয়েছিল একেবারে বাড়ির অন্যান্য সদস্যদের মতোন টেবিলে বসে খাবার খাচ্ছে, বাড়ির কাজও করছে। অবাক লাগলেও এটাই সত্য এবারো এরকম এক ঘটনায় সামনে এসছে আরেকবার।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসারকে বিনামূল্যে মাথায় মেসেজ করে দিচ্ছে এক হনুমান। ইউটিউবে প্রকাশিত এই ভিডিও দেখলে অবাক হতেই হবে।

দেখা যাচ্ছে এক পুলিশ অফিসার তার নিজের কেবিনে বসে অফিশিয়াল কাজকর্ম করছেন আর তার চেয়ারের উপরেই বসে রয়েছে এক হনুমানের বাচ্চা। পুলিশ অফিসারকে কামড় খাওয়ার ভয়তো পাননি উপরন্তু তাকে দিয়ে নিজের মাথার ম্যাসেজ করিয়ে নিয়েছেন। আর এই ঘটনায় ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন সেখানের কোনো পুলিশকর্মী। নেটদুনিয়ায় ভিডিওটি ছেয়ে যেতেই হাসির রোল উঠেছে আর কমেন্টবক্স জুড়ে শুরু হয়েছে কৌতুকময় মন্তব্য।

Related Articles