Advertisements

এই নাহলে বিয়ের আনন্দ, এনগেজমেন্ট পার্টিতেই বন্ধুদের সঙ্গে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisements

সময় যত এগোচ্ছে ভাবধারাও বদলাচ্ছে। আগে ধারনা ছিল বিয়ে মানেই কনে হবে লাজুক স্বভাবের, বিয়ের দিন শান্তভাবে বসে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে এখন এই ভাবনার পরিবর্তন এসেছে নিজের বিয়ে উপভোগ করছেন বর কনে দুজনেই। বিয়ে মানে সাত জন্মের বন্ধন। এই বিশেষ দিনটির জন্য নারী পুরুষ উভয়ে প্রতীক্ষা করে থাকেন। এই দিনের পরই মানুষ পথ চলার সঙ্গী পান।

এই দিনটা প্রত্যেকটা কনে আর বরের কাছে ভীষন স্পেশাল। তাই যাবতীয় বস্তাপঁচা ধারনা আর ভয় তুমি মেরে উড়িয়ে নিজের জীবনের এই সুন্দর মুহূর্তকে উপভোগ করেছেন কনে।

সম্প্রতি এরকম বিয়েবাড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে বিয়ে ঠিক নয় বলা ভালো এনগেজমেন্ট পার্টি। যেখানে দেখা যাচ্ছে এনগেজমেন্ট উপলক্ষ্যে কনে ও বরের আত্মীয় স্বজন সকলে উপস্থিত রয়েছে তারমধ্যেই একটি হিন্দি গানের তালে তুমুল নাচ করে চমকে দিয়েছেন কনে। যে মেয়েটির এনগেজমেন্ট হচ্ছে সে রীতিমতো বন্ধুদের সাথে স্টেজে উঠে নাচতে শুরু করে দিয়েছেন।

বিয়ে হোক বা এনগেজমেন্ট বিষয়টা একই দুটি অনুষ্ঠানেই একসঙ্গে পথচলা শুরু হয় দুজনের তাই এই দিনটি স্মরনীয় রাখতে মুহুর্ত উপভোগ তো করতেই হবে। সোশ্যাল মিডিয়ার সম্প্রতি পোস্ট হওয়া এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। প্রচুর মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। অনেকেই কমেন্টে নিজেদের জীবনের এই মুহুর্তগুলির স্মৃতিচারন করেছেন।

Related Articles