লাস্যময়ী স্টাইলে মঞ্চে ঝড় তুললেন Gori Nagori, দেখে ঘুম উড়ল পুরুষদের

সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো জনপ্রিয় নৃত্যশিল্পী গোরি নাগোরির নাচের একটি ভিডিও। যা দেখামাত্র প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রমরমা ঠিক কতখানি বেড়ে গিয়েছে তা আমরা সকলেই জানি।
যেখানে নিত্যদিন ভাইরাল হয় বিভিন্ন ছবি থেকে শুরু করে ভিডিও। আর এই প্ল্যাটফর্মকে উপার্জনের মাধ্যম হিসেবেও তৈরি করেছেন অনেক শিল্পীরা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন নানান শিল্পীর নাচের ভিডিও আমরা দেখতে পাই।
সেরকমই একজন শিল্পী হলেন গোরি। তার দেশী স্টাইলের নাচ দেখেননি এমন মানুষ নেই বললেই চলে। বিশেষ করে হরিয়ানা এবং রাজস্থানে ভীষণই জনপ্রিয় এই শিল্পী। একাধিক স্টেজ শো করতে দেখা যায় তাকে। আর তার সেই স্টেজ শো দেখার জন্য ভীড় উপচে পড়ে সংশ্লিষ্ট স্থানে।
যদিও এই নাচ অনেকে দেখলেই মনে করতে পারেন অশ্লীল, তবে সেটা দেখার জন্য ভীড় পড়ে যায় দর্শকদের। আর শুধুমাত্র স্টেজেই নয় সেই নাচ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। এই ভিডিওটিতেও সেরকমই দেখা গিয়েছে। দেশী স্টাইলে তার সেই নাচ দেখে রীতিমতো মুগ্ধ দর্শকেরা।