এমন কি জিনিস আছে যা মহিলাদের সামনে থাকে এবং গরুর পেছনে থাকে?

আইএএস পরীক্ষায় ইন্টারভিউ পর্ব থাকে। সেটি হয়ে থাকে অন্তিম পর্ব। সেই পর্বটি পার করলেই চাকরি নিশ্চিত হয়। এই পরীক্ষায় তিনটি ধাপ রয়েছে। দু’টি লিখিত পরীক্ষা ও একটি ইন্টারভিউ। ইন্টারভিউ পর্বে নানান প্রশ্ন করা হয় পরীক্ষার্থীকে। এই পরীক্ষায় প্রচুর পরীক্ষার্থী অংশ নিলেও সফল হতে পারেন খুব কম সংখ্যক। এই ইন্টারভিউ পর্বে একাধিক এমন প্রশ্ন করা হয় যা শুনে থতমত খেতে হয়।
যদিও প্রশ্নগুলি কঠিন মনে হলেও এর উত্তর হয় আরও সোজা। এবার কয়েকটি প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক যা বারংবার জিগ্যেস করা হয়েছে এই পরীক্ষার ইন্টারভিউতে।
১. রক্তে কত শতাংশ রক্ত কনিকা থাকে?
উত্তর – ৪৫ শতাংশ।
২. দ্য গ্রেট আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?
উত্তর – ম্যাসিডন।
৩. কোন রাজ্যকে সমুদ্রের সমুদ্রের দান বলা হয়?
উত্তর – কেরালা।
৪. বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন?
উত্তর – বল্লাল সেন।
৫. ভারতের প্রথম কোন গায়ক / গায়িকা পদ্মভূষণ পুরষ্কার পান?
উত্তর – লতা মঙ্গেশকর।
৬. কোন গাছকে দক্ষিণ ভারতের সবুজ সনা বলা হয়?
উত্তর – নারকেল গাছ।
৭. হাম্পি শহরের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া যায়?
উত্তর – কর্ণাটক।
৮. নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর – গোদাবরী।
৯. মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি?
উত্তর – ত্বক।
১০. চাঁদের মাটিতে কোন মৌলটি পাওয়া গিয়েছে?
উত্তর – টাইটেনিয়াম।
১১. ভারতের কোন রাজ্যের নাম ‘শ্বেত মানুষের সমাধি’?
উত্তর – নাগাল্যান্ড।
১২. মহিলাদের সামনে থাকে ও গরুর পিছনে থাকে, সেটি কী?
উত্তর – W। কারণ Woman ও Cow.
১৩. সত্যজিৎ রায়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর – কলকাতা।