রং মেখে ভুত হয়ে পাড়ার ছেলেদের সঙ্গে তুমুল নাচে তোলপাড় সুন্দরী যুবতীরা, ভিডিও ভাইরাল

রঙ যেন মোর মর্মে লাগে- কিছুদিন আগেই বসন্তের উৎসব দোলপূর্নিমা গেল। আর এই দোল যেন মনের সকল অন্ধকার উজ্জ্বলতা দিয়ে ঢেকে দিয়েছে। শহর জুড়ে ভরে উঠেছিল রঙের মেলায়। কেবল শহর রঙিন হয়ে ওঠেনি রঙিন হয়ে উঠেছিল মনপ্রান সবকিছু। দোল এমন এক উৎসব যেখানে লাল হলুদ নীল সবুজের ভিড়ে হারিয়ে যায় মনের অন্ধকার কূপগুলি। সব ভেদাভেদ ভুলে রঙিন হয়ে ওঠে সকলে। আর এর চিত্রই ক্যামেরাবন্দী হলো এবার।
কিছুদিন আগেই বাঙালির প্রিয় এই উৎসব দোলপূর্নিমা ছিল এইদিন আবিরের ছোয়ায় রাঙা হয়ে উঠেছিল শহরবাসী। আর এই দোলের পরেরদিনই হোলি, যা মূলত অবাঙালিদের উৎসব। তবে হোলি বা দোল দুটোর মূল লক্ষ্য রঙিন হয়ে ওঠা। আর এবার এই হোলিতে মনিপালে দেখা গেল বিশেষ উচ্ছ্বাস। হইহুল্লোর মজায় মেতে উঠতে দেখা গেল একদল যুবক যুবতীদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবক যুবতী ছোট ছোট পোশাক পরে আনন্দে মাতোয়ারা হয়েছেন। একে অপরকে রঙে ভরিয়ে দিচ্ছে তারা। আর তার সাথে ভেজা অবস্থায় হিন্দি গানের তালে তুমুল নাচ করছে তারা।
হোলি মানেই হইহুল্লোড় আনন্দ আর সমস্ত ক্লান্তি ভুলে রঙের স্রোতে ভেসে যাওয়া। তাইতো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। এই ভিডিও যে বৈচিত্র্য ও একতার পরিচয় বহন করেছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। আর এই কারনেই আমাদের ভারতবর্ষ সবার চেয়ে আলাদা।